নিজস্ব প্রতিবেদন:  ২০২২ সালের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের সূচি প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC। ৪ মার্চ, ২০২২; বে ওভালে উদ্বোধনী ম্যাচে নামছে আয়োজক নিউ জিল্যান্ড। ৩১ দিন ধরে ৩১ টি ম্যাচ হবে নিউ জিল্যান্ডের ছয়টি শহরে। ফাইনাল হবে ৩ এপ্রিল, ২০২২ ক্রাইস্টচার্চে। ভারতীয় মহিলা ক্রিকেট দল ৬ মার্চ থেকে বিশ্বকাপে অভিযান শুরু করবে। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ কোয়ালিফায়ারের একটি দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য ২৬ জনের দল বাছলেন বাংলার নির্বাচকরা


আট দলের ২০২২ মহিলা বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই পাঁচটি দল কোয়ালিফাই করে গিয়েছে। এই পাঁচটি দল হল- নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। ২০২১ সালে শ্রীলঙ্কায় আয়োজিত কোয়ালিফায়ার থেকে বাকি তিনটি দল ২০২২ বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। ২০২১ সালে ২৬ জুন থেকে ১০ জুলাই মহিলা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি হবে।   


 




এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপের সূচি-
৬ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (তরঙ্গা)
১০ মার্চ,২০২২- ভারত বনাম নিউ জিল্যান্ড (হ্যামিলটন)
১২ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (হ্যামিলটন)
১৬ মার্চ, ২০২২- ভারত বনাম ইংল্যান্ড (তরঙ্গা)
১৯ মার্চ, ২০২২- ভারত বনাম অস্ট্রেলিয়া (অকল্যান্ড)
২২ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (হ্যামিলটন)
২৭ মার্চ,২০২২- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ক্রাইস্টচার্চ)


প্রসঙ্গত ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই বিশ্বকাপ প্রায় এক বছর পিছিয়ে দেয় আইসিসি।



আরও পড়ুন- অ্যাডিলেডে পিঙ্ক টেস্টে খেলার ব্যাপারে ঋষভের চেয়ে এগিয়ে ঋদ্ধি!