জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭ জুন থেকে ওভালের (The Oval) বাইশ গজে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final 2023)। সেই মেগা ইভেন্টে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (Australia)। এমন সেয়ানে সেয়ানে টক্কর হওয়ার আগে বাইশ গজের যুদ্ধের নিয়মে বেশ কিছু বদল আনল আইসিসি (ICC)। আইসিসি-র ক্রিকেট কমিটির (ICC Mens Cricket Committee) প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল মেগা ফাইনালের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে উঠে গেল বহু বিতর্কিত 'সফট সিগন্যাল' (Soft Signal)। এছাড়া আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুন থেকে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড (England vs Ireland)। সেই টেস্ট থেকেই নতুন নিয়মে খেলা পরিচালিত হবে। সেগুলো নিম্নলিখিত তুলে ধরা হল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সফট সিগন্যাল- মাঠে থাকা দুই আম্পায়ার দুটি দলের ব্য়াটারের আউট সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে দ্বিধা হলে তিনি থার্ড আম্পায়ারের দ্বারস্থ হন। ক্রিকেটে এই নিয়ম বেশ পুরনো। কিন্তু কয়েক বছর আগে চালু হয় 'সফট সিগন্যাল' নামের একটি নিয়ম। যেখানে মাঠে থাকা আম্পায়ার তাঁর মতামত জানিয়ে 'সফট সিগন্যাল' পাঠান থার্ড আম্পায়ারকে। 'সফট সিগন্যাল'-এর মাধ্যমে মাঠে থাকা আম্পায়াররা জানতে চান তাঁদের সিদ্ধান্ত নিয়ে থার্ড আম্পায়ারের কী মত। ফলে অনেক সময়ই টিভি রিপ্লে দেখে নিখুঁতের কাছাকাছি সিদ্ধান্ত নেওয়ার সুবিধা থাকলেও থার্ড আম্পায়ারকে ভরসা করতে হয় মাঠে থাকা আম্পায়ারদের উপর। এই 'সফট সিগন্যাল'-এর নিয়মের কারণে বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায় থার্ড আম্পায়ারকে। তাই এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে থার্ড আম্পায়ারকে আর কোনও সফট সিগন্যাল পাঠাতে হবে না মাঠের আম্পায়ারকে। 


হেলমেট- ক্রিকেটে ব্যাটারদের শটের বাহার বাড়ছে। টি-টোয়েন্টি আসার পর আগের চেয়ে অনেক বেশী শট বড় শট খেলছেন ব্যাটাররা। আর তাই ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ফিল্ডিং করলে হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক করল আইসিসি। সেটা উইকেটকিপার ও ক্লোজ ইন ফিল্ডারদের ক্ষেত্রেও বরাদ্দ করা হল। 


ফ্রি হিট- নো বলের পরের ডেলিভারটা ফ্রি হিট দেওয়া হয়। ফ্রি হিট বলে আউট হন না ব্যাটার। এতদিন ফ্রি হিট বলে বোল্ড হয়ে গেলে, বল দূরে গেলেও ব্য়াটাররা রান নিতে পারতেন না। কিন্তু এবার থেকে সেটা পারবেন। ফ্রি হিটে বল স্ট্যাম্পে লাগার পর ব্যাটার রান নিলে সেটা বৈধ রান হিসেবে গণ্য হবে। মানে আরও পরিষ্কার করে বললে দাঁড়ায়, ফ্রি হিটে বোল্ড হলেও রান নিতে দৌড়তে পারবে ব্যাটার। 



আরও পড়ুন: Virat Kohli And Rohit Sharma: বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করে, কাকে টি-টোয়েন্টির নেতা বাছলেন রবি শাস্ত্রী?


আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: ২০২৪ সালে ৪২ বছরেও সিএসকে-তে খেলবেন ধোনি? চলে এল বড় আপডেট


একাধিক নিয়ম বদল নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেন, "বিশেষ করে 'সফট সিগন্যাল' নিয়মের জন্য খেলার গতি কমে যায়। তাছাড়া এই নিয়মে অনেকের আপত্তি আছে। তাই সর্বসম্মতভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 'সফট সিগন্যাল' নিয়মের বিলুপ্তি ঘটানো হল। এছাড়া আধুনিক ক্রিকেটে সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই ম্যাচ চলার সময় ব্যাটার, উইকেটকিপার ও ক্লোজইন ফিল্ডারদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হল।" 


বিশ্ব টেস্ট ফাইনালের জন্য দুই দল :


ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ঈশান কিশান  (উইকেটকিপার)।


অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, উসমান খোওয়াজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথিউ রেনেশঁ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)