নিজস্ব প্রতিবেদন: গতবছর ব্যাট হাতে ক্রিকেটের তিন ফরম্যাট শাসন করেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root), পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam) ও পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ২০২১ সালের দুরন্ত পারফরম্য়ান্সের স্বীকৃতি পেলেন এই তিন ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইসিসি-র বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার (2021 ICC Men's Test Cricketer of the Year) হলেন রুট, পঞ্চাশ ওভারের ক্রিকেটে (2021 ICC ODI Cricketer of the Year) সেরার মুকুট উঠেছে বাবরের মাথায়। টি-২০ ফর্ম্যাটে (2021 ICC Men's T20I Cricketer of the Year) আন্তর্জাতিক আঙিনা দাপিয়ে সেরার সেরা হয়েছেন  মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। বর্ষসেরা আম্পায়ার হয়েছেন আইসিসি-র এলিট প্য়ানেলের অর্ন্তভুক্ত দক্ষিণ আফ্রিকার মারায়াস ইরাসমাস (Marais Erasmus)


আরও পড়ুন: Vamika's Face Revealed In Viral Pics: কন্যার ছবি ভাইরাল হতেই ফের বিবৃতি বিরুষ্কার!






রুট গতবছর  লাল বলে ব্যাট হাতে শাসন করেছেন জো রুট। ইংরেজ অধিনায়ক ১৫ ম্যাচে ৬১-র গড়ে করেছিলেন ১৭০৮ রান। হাফ ডজন সেঞ্চুরিও করেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় তিনে চলে আসেন রুট। বাবর আজম মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন গতবছর। কিন্তু ৪০৫ রান করেছেন তিনি। জোড়া সেঞ্চুরি হাঁকান ৬৭.৫০-এর গড়ে।


রিজওয়ান গত মরশুমে দেশের জার্সিতে ২৯ টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ১৩২৬। তাঁর ছিল গড় ৭৩.৬৬। উইকেটরক্ষক হিসেবেও তাঁর রেকর্ড ছিল ঈর্ষণীয়। ২৪ বার উইকেটের পিছনে দাঁড়িয়ে আউট করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। রিজওয়ান বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এক অনন্য নজির করেছেন গতবছর। এক ক্য়ালেন্ডার বছরে টি-২০ ক্রিকেটে ২০০০-এর ওপর রান করেন তিনি! ১৮টি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি সহ তাঁর ব্যাট থেকে আসে ২০৩৬ রান। রিজওয়ান গতবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান শিকারিও হন। দ্বিতীয় স্থানে থামেন বাবর (৯৩৯ রান)। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App