নিজস্ব প্রতিবেদন: অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা।  আদৌ এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব কিনা সেই নিয়ে ২৮মে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে বসতে চলেছে আইসিসি-বোর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি-ও।


তবে এই বছরের বিশ্বকাপ চলে যেতে পারে ২০২২ সালে! এমন সম্ভবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি বদল করতে চাইছে না আইসিসি। এদিকে তবে এখন পর্যন্ত সূচি মেনেই ২০২০ বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে অস্ট্রেলিয়া। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া কোনওভাবেই ২০২২ সালে বিশ্বকাপ সরাতে চায় না। কারণ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পর নির্দিষ্ট সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা তা নিয়েও আইসিসি-র বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি বিকল্প হিসেবে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করা যায় কিনা তা নিয়েও আইসিসি-র বোর্ড মিটিংয়ে আলোচনা হবে। আসলে সবদিক বিবেচনা করেই বিশ্বকাপের ভবিষ্যত্ নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি।



আরও পড়ুন -ICC-তে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সৌরভ!