নিজস্ব প্রতিবেদন:  শশাঙ্ক মনোহরের ছেড়ে যাওয়া হটসিটে কে বসবেন? আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান কে? পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ভীষণভাবেই রয়েছেন, সে নিয়ে কোনও সন্দেহ নেই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের মতে, সৌরভ গাঙ্গুলি ICC চেয়ারম্যান হওয়ার যোগ্য ব্যক্তি। সৌরভকেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিষেক ডালমিয়া এ প্রসঙ্গে বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারত থেকে কেউ চেয়ারম্যান হোন। মহামারীর কারণে বিশ্ব ক্রিকেটে একটি কঠিন সময় চলছে। একটা শূন্যতা তৈরি হয়েছে। ক্রিকেটের অস্তিত্ব রক্ষার জন্য শক্তিশালী একজনকেই আইসিসি-র এই সময় প্রয়োজন। আমি মনে করি, সৌরভের নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা এই পদের যোগ্য।"


শশাঙ্ক মনোহর পরবর্তী আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়াইয়ে রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, ইসিবি-র চেয়ারপার্সন কলিন গ্রেভস এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরুন।



আরও পড়ুন - ঝাড়খণ্ডে হোক ধোনির ফেয়ারওয়েল! মাহির অবসরের পর BCCI-কে অনুরোধ মুখ্যমন্ত্রীর