ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিলেতের মাটিতে প্রস্তুতি হিসেবে শুরুটা ভালই করল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত, নিউজিল্যান্ডকে হারালো ৪৫ রানে। আর এই জয়ের পর স্বভাবতই অনেক বেশি আত্মবিশ্বাসী শোনাচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির গলা। হবে নাই বা কেন! তাঁর দলের বোলাররা যে দুর্দান্ত বল করেছেন প্রথম প্রস্তুতি ম্যাচে। তাই ম্যাচ শেষে বিরাট কোহলি তাঁর পেস বোলারদের প্রশংসা করে বলেছেন, 'আপনারা যদি গত সফরের সঙ্গে তুলনা করে দেখেন, দেখতে পারবেন, তখন ভারতীয় দল ছিল মূলত ব্যাটিং নির্ভর। কিন্তু, আমাদের এই দলে রয়েছে চার-চারজন দুর্দান্ত সিমার।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রয়াত রবিচন্দ্রন অশ্বিনের দাদু, অশ্বিনের ক্রিকেটার হওয়ার জন্য যাঁর অনেক অবদান


প্রসঙ্গত, দীর্ঘদিন বাদেই দলে ফিরেছেন, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। দুজনেই নিয়েছেন তিনটে করে উইকেট। ভাল বল করেছেন উমেশ যাদব এবং যশপ্রীত বুমরাহও। হার্দিক পাণ্ডিয়া একটু বেশি রান খরচ করেছেন ঠিকই, পাশাপাশি এটাও বুঝিয়েছেন, নতুন বলে তাঁকে ভরসা করাই যায়। শুধু চার পেসারই বা কেন! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বল করেছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনও।


আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ভারত