নিজস্ব প্রতিবেদন : আজ দুবাইয়ে শুরু আইসিসি-র দু দিন ব্যাপী বৈঠক। সূত্রের খবর, বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার ইস্যুটি কৌশলে এড়িয়ে যেতে চাইছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার অনুরোধ জানিয়ে আইসিসি-কে চিঠি দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চিঠিতে সন্ত্রাসবাদী হামলার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের নাম না করেই, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের কোনওভাবে সমর্থন করা চলবে না। এমনকী আইসিসি-র অন্তর্ভুক্ত অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলোর থেকেও এবিষয়ে মতামত চাওয়ার কথাও জানায় বিসিসিআই। কিন্তু কূটনৈতিক লড়াইকে বাইশ গজে টেনে আনতে চাইছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ২ বছরের জন্য সনত্ জয়সূর্যকে নির্বাসনে পাঠাল আইসিসি


আইসিসি-র দু দিন ব্যাপী বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বোর্ডের সিইও রাহুল জোহরি এবং কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি। তবে বৈঠকে পিসিবি-ও বিসিসআইকে জবাব দিতে তৈরি। এদিকে আসন্ন বিশ্বকাপে কোহলিদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে বোর্ড চিঠি দেয় আইসিসিকে। ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত সেই পূর্নাঙ্গ রিপোর্টও বোর্ডকে দিতে তৈরি আইসিসি।