নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস থাবা বসিয়েছে ক্রীড়াবিশ্বে। একের পর এক আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, এমনকী অলিম্পিক- একের পর এক টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। এমন অবস্থায় টি-২০ বিশ্বকাপ হবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে আপাতত বড় সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাস প্রতিরোধে দুবাইয়ে সদর দফতর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনাভাইরাস। তাই ক্রিকেট বিশ্বের স্বাস্থ্যের স্বার্থে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 



আইসিসি জানিয়ে দিয়েছে, ৩০ জুন পর্যন্ত কোনওরকম ক্রিকেট নয়। ক্রিকেটার, ফ্যান, ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্যের বিষয় আগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলিও স্থগিত রাখা হয়েছে। ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পিছোতে পারে এই টুর্নামেন্টও।


আরও পড়ুন - করোনার ধাক্কায় অবসর পরিকল্পনা পিছিয়ে দিতে পারেন লিয়েন্ডার পেজ!