জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) । ৫০ ওভারের টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র (ICC) পরিচালনায় ফিরছে এই টুর্নামেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) চেয়েছিল পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে (POK) অবস্থিত স্কার্দু, মুরি, হুনজা ও  মুজফফরাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোরাতে। পোশাকি ভাষায় যা  চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর (ICC Snubs Champions Trophy Tour In POK)। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দিয়েছে যে, এমনটা করা যাবে না। পিসিবি-র সাধ বাতিল করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'ভারত-পাকিস্তানের থেকে ৮ বছর ছিনিয়ে...'! চরম হুঁশিয়ারিতে এবার বাইশ গজে মহাপ্রলয়



ওদিকে ওয়াঘার এপারের দেশে জানিয়ে দিয়েছে যে, তারা আটারির ওপারে খেলতে যাবে না। পিসিবি জবাবে আইসিসি-কে মেইল ​​পাঠিয়েছে ভারতের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে। পাশাপাশি জানতে চেয়েছে যে, বিসিসিআই কী কারণে পাক সফরে না করেছে। সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেসে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্‍ হয়েছিল।  বোঝাই যাচ্ছে যে, পাকিস্তান  চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে একাধিক ধাক্কা খেয়েই চলেছে। 


আরও পড়ুন: ১৯ বছর পর রিংয়ে টাইসন! প্রতিপক্ষকে চড়িয়েই গরম করলেন বাজার, কবে কোথায় দেখবেন মহারণ?


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)