জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষবার ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2016) মঞ্চে দুই দেশের সাক্ষাৎ হয়েছিল। বেঙ্গালুরুর সেই রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে মাত্র ১ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আন্তর্জাতিক মঞ্চে সব ফরম্যাটে টাইগার্সদের থেকে অনেক এগিয়ে রয়েছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স আহামরি নয়। তবে চলতি প্রতিযোগিতায় ভারতের মতোই তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে পদ্মা নদীর দেশ। তবুও অ্যাডিলেডের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে অদ্ভুত মন্তব্য করলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তিনি কি খেলার আগেই হেরে বসলেন নাকি রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে মাইন্ড গেম শুরু করে দিলেন? আলোচনা ক্রিকেট দুনিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে সাকিব বলেন, 'বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার টুয়েলভে টাইগারদের শেষ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে। আমাদের পরবর্তী টার্গেট পরের দুটি ম্যাচ খুব ভালোভাবে খেলা। এর মধ্যে যদি কোনও ম্যাচ জিততে পারি তাহলে সেটা অঘটন বলেই মনে করা উচিত। সেই অঘটনটা ঘটাতে পারলে আমরা খুশি হব।' 


আরও পড়ুন: KL Rahul, ICC T20 World Cup 2022: শাকিবদের বিরুদ্ধে দলে আছেন কেএল রাহুল? বড় মন্তব্য করলেন রাহুল দ্রাবিড়


আরও পড়ুন: Virat Kohli Privacy Breach: বিরাট কোহলির নিরাপত্তায় ব্যাঘাত, ক্ষোভে ফুঁসছেন রাহুল দ্রাবিড়


২০১৫ বিশ্বকাপ, এশিয়া কাপ ফাইনাল ও নিদাহাস ট্রফিতে ভারতের বিরুদ্ধে  খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচগুলো ছিল খুবই উত্তেজনাপূর্ণ। বুধবারের ম্যাচ সেই পরিস্থিতি ফিরিয়ে আনবে কি না, এই প্রশ্নের জবাবে সাকিব যোগ করেন, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা ভালো ছিল, বিশেষ করে দর্শকদের জন্য। আশাকরি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি।'


বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ সাকিবের কাছে, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই ধরনের মানসিকতা নিয়ে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।' 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)