জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়া (Team India) ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্য সুখবর। শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে পাশ করলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ফলে আগামি কয়েকদিনের মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) জন্য অস্ট্রেলিয়া (Australia) উড়ে যাবেন 'সহেসপুর এক্সপ্রেস'। শামির সঙ্গে স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একই বিমানে উড়ে যাবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রবি বিষ্ণোই (Ravi Bishnoi) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গেই তিনি অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসাবে। যদিও এই বিষয়ে বিসিসিআই-এর (BCCI) তরফ থেকে এখনও সরকারি ঘোষণা করেনি। তবে শামি ফিট হলেও তাঁর ভারতীয় দলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ চলার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক। সানি বলেন, 'শামির দক্ষতা নিয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই। তবে আমার প্রশ্ন হল শামি গত কয়েক মাস কোনও ম্যাচ খেলেনি। ম্যাচ প্র্যাকটিস না থাকা এক বোলার কতটা প্রভাব ফেলতে পারবে? সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়ে যাচ্ছে।' 


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


শামিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। তখন থেকেই শুরু হয়ে যায় বিতর্ক। তবে জসপ্রীত বুমরা (jasprit Bumrah) পিঠের পুরনো চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জন্য শামির দলে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। যদিও কোভিড (Covid 19) আক্রান্ত হওয়ার জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি এই অভিজ্ঞ জোরে বোলার। বরং ফিট হওয়ার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করছিলেন। 


আরও পড়ুন: NationalGames2022, BEN vs KER: ১১ বছর পর জাতীয় গেমসে বাংলাকে সোনা দিয়ে ক্ষোভ উগরে দিলেন হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য


আরও পড়ুন: Exclusive Gautam Bhattacharya, Sourav Ganguly: বিজেপি-র একাংশ সৌরভের প্রতি রুষ্ট, তাঁকে সরানো ক্রিকেট প্রশাসনের সিদ্ধান্ত নয়


তাই সেটা মনে করিয়ে 'লিটল মাস্টার' যোগ করেন, 'কোভিড কিন্তু হেলাফেলা করার মতো ব্যাধি নয়। শরীর খুব দুর্বল হয়ে যায়। এমন প্রেক্ষাপটেও শামি যদি অস্ট্রেলিয়া যায় তাহলে ওর পারফরম্যান্সের দিকে আরও সবার নজর থাকবে।'


বুমরার পরিবর্ত হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ দলে কে জায়গা পাবেন সেটা নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড। তবে শামি এবং সিরাজ দু’জনই অস্ট্রেলিয়ায় যাওয়ায় রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের হাতে বিকল্প বাড়ল। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)