Mohammed Shami, ICC T20 World Cup 2022: বুমরার অভাব পূরণ করতে পারবেন শামি? জবাব দিলেন সচিন তেন্ডুলকর
Mohammed Shami, ICC T20 World Cup 2022: সেই ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেই দেশের পিচ ও বড় স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। সেটা মাথায় রেখেই অনুজ রোহিতকে মূল্যবান পরামর্শ দিলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ছিটকে যাওয়া ভারতীয় দলের কাছে বড় ফ্যাক্টর হবে। এমনটাই মনে করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। যদিও মাস্টার ব্লাস্টারের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ বুমরার যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন 'গড অফ ক্রিকেট'। ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে সবাই জানে আসল লড়াই শুরু হবে ২৩ অক্টোবর থেকে। উদ্বোধনী ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তান (Pakistan)। তাই আসল লড়াই শুরু হওয়ার আগে রোহিত শর্মাকে (Rohit Sharma) বিশেষ পরামর্শ দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
সচিন বলেছেন, 'চোটের জন্য বুমরার না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরা ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরার আদর্শ পরিবর্ত।' শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি যোগ করেছেন, 'অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
সেই ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেই দেশের পিচ ও বড় স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। সেটা মাথায় রেখেই অনুজ রোহিতকে মূল্যবান পরামর্শ দিলেন তিনি।
আরও পড়ুন: Mohammed Shami, ICC T20 World Cup 2022: শেষ ওভারের রাজা শামিকে নিয়ে কী বললেন রোহিত শর্মা? জেনে নিন
সচিনের প্রতিক্রিয়া, 'অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কমই ব্যাটার রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)