নিজস্ব প্রতিবেদন: অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সম্ভবত চলতি সপ্তাহেই তা সরকারি ভাবে জানিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়ে দিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সূত্রের খবর, অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য তৈরি থাকতে। যার অর্থ বিশ্বকাপ যে হবে না, সেটা এক প্রকার স্পষ্ট হচ্ছে।



করোনা ভাইরাসের কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি- টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা ছিল। জুনের মাঝামাঝি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় দ্বিগুন বাড়িয়ে দেয় খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এডিংস তো বলেই দেন করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা কার্যত অবাস্তব! তারপরেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখে আইসিসি। চলতি সপ্তাহে কিংবা পরের সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।



আরও পড়ুন- হ্যাপি বার্থ ডে ধোনি: মাহির জন্মদিনে সাক্ষীর মেসেজ, মন ছুঁয়ে গেল ভক্তদের