বর্ষশেষে এক নম্বরেই থেকে গেলেন বিরাটরা
অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে সেই শর্তপূরণ হয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : বছর ভর টেস্টে এক নম্বরেই থেকে গেল বিরাটের টিম ইন্ডিয়া। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে ২০১৮ সাল শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। বছরের শেষ টেস্টে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিংহাসন অক্ষত রাখল বিরাট অ্যান্ড কোম্পানি।
অস্ট্রেলিয়ার সফরে চার টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে টেস্টে নিজেদের এক নম্বর স্থান অক্ষত রাখার জন্য বিরাটদের কাছে প্রাথমিক শর্ত ছিল অন্তত একটি টেস্ট ড্র করতে হবে। অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে সেই শর্তপূরণ হয়ে গিয়েছে। পারথ টেস্টে হারলেও মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অজিদের ১৩৭ রানে হারিয়ে ২০১৮ সাল শেষ করল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় ক্রিকেট দল।
মেলবোর্ন টেস্ট জিতে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে থেকেই বছর শেষ করল ভারত। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে ইংল্যান্ড। পর পর চারটি টেস্ট সিরিজ জিতে ১০৭ রেটিং পয়েন্ট নিয়েই ২০১৮ সাল শেষ করল নিউ জিল্যান্ড। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বর কিউইরা। দুই রেটিং পয়েন্ট কম নিয়ে চার নম্বরে দক্ষিণ আফ্রিকা। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে অজিরা।
আরও পড়ুন - মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয়, অপমানের প্রতিশোধ নিলেন বিরাট কোহলি