জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশকে (Bangladesh) তাদের ঘরের মাঠে চুনকাম করেছে টিম ইন্ডিয়া (Team India)। টাইগার্সদের বিরুদ্ধে ২-০-তে সিরিজ জিতেছে কেএল রাহুলরা (KL Rahul)। তবে সেই টেস্টে নজর কাড়তে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli)। আর তাই বছর শেষে হতাশাই জুটল বিরাটের কপালে। গত ছয় বছরে এবারই টেস্টে সবচেয়ে খারাপ র‌্যাঙ্কিংয়ে শেষ করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের নয়া তালিকা প্রকাশ করেছে আইসিসি (ICC)। সেখানেই দেখা যাচ্ছে, ক্রমতালিকায় দু’ধাপ নেমে ১৪ নম্বরে পৌঁছে গিয়েছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ১ এবং ১৯* রান করেন কোহলি। দ্বিতীয় টেস্টেও ক্রিজে টিকতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে মাত্র ২৫ রান। আর সেই কারণেই র‌্যাঙ্কিংয়ে এমন বড়সড় পতন কোহলির। ২০১৬ সালের নভেম্বরের পর এই প্রথম আইসিসির ক্রমতালিকার এত নিচে থেকে বছর শেষ করলেন তিনি।


আরও পড়ুন:  Rishabh Pant, IND vs SL: খারাপ ফর্ম না ফিটনেস ইস্যু! কেন সাদা বলের ক্রিকেট থেকে বাদ গেলেন পন্থ?


আরও পড়ুন: Cameron Green, Boxing Day Test: ক্যামেরুন গ্রিনের চোটের পরেও অ্যালেক্স ক্যারির শতরানে চালকের আসনে অস্ট্রেলিয়া


কোহলির মুখ থুবড়ে পড়ার দিন অবশ্য নজর কাড়লেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বাংলাদেশ টেস্টে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে তিন ধাপ উঠে ৮৪ নম্বরে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও অলরাউন্ডার বিভাগেও উন্নতি করেছেন অশ্বিন। বর্তমানে বোলারদের তালিকায় জসপ্রীত বুমরাহর সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে তিনি। এই টেস্টেই নিজেকে আরও একবার অলরাউন্ডার হিসেবে তুলে ধরেছেন অশ্বিন। স্বীকৃতি হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। রবীন্দ্র জাদেজার ঠিক পরেই তিনি। উল্লেখযোগ্য ভাবে ক্রমতালিকায় উন্নতি ঘটেছে শ্রেয়স আইয়ারেরও। ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ১৬ নম্বরে তিনি। তাঁর ঝুলিতে ৬৬৬ পয়েন্ট।


এঁরা ছাড়াও ভারতীয়দের মধ্যে উন্নতি করেছেন পেসার উমেশ যাদব। বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে তিনি। অলরাউন্ডার হিসেবেও তিনধাপ উঠে ৪৮ নম্বর স্থানে উমেশ। ২৬৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্টের এক নম্বর দল ভারত। বাংলাদেশকে হারানোয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা খুলে রেখেছেন কোহলিরা। তবে টিকিট পাকা করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভাল পারফর্ম করতে হবে টিম ইন্ডিয়াকে। এদিকে, বছরের সেরা ইমার্জিং ক্রিকেটার হিসেবে আইসিসির মনোনয়ন পেলেন অর্শদীপ সিং। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)