অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা, জোড়া স্বস্তিতে বাংলা
ভারতীয় দলের নেতৃত্বে মুম্বইয়ের পৃথ্বি শা
নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মুম্বইয়ের পৃথ্বি শা। পশ্চিমবঙ্গ থেকে দলে রয়েছেন পেসার ঈশান পোড়েল। ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া ও রঞ্জির কোয়ার্টার ফাইনালে তাঁর খেলার ছাড়পত্র পাওয়া, দুয়ে মিলিয়ে জোড়া স্বস্তিতে বাংলা।
উল্লেখ্য, আগামী ১৩ জনুয়ারি থেকে নিউ জিল্যান্ডে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে রয়েছে মোট ১৬টি দল। ২০১৬ সালে অনূর্ধ্ব বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত।
ভারতীয় দল
পৃথ্বি শা(অধিনায়ক), শুভম গিল(সহ অধিনায়ক), মনোজ কারলা, হিমাংশু রানা, অভিষেক শর্মা, রিয়ান পারাগ, আরিয়ান জুয়েল(উইকেট কিপার), হার্ভিক দেশাই, শিভম মাভি, কমলেশ নাগারকোটি, ঈশান পোড়েল, আর্শদীপ সিং, অনুকুল রায়, শিব সিং, পঙ্কজ যাদব
অতিরিক্ত-
ওম ভোঁসলে, রাহুল চাহার, নিরদ রাঠভা, উরভিল প্যাটেল, আদিত্য ঠাকরে