নিজস্ব প্রতিবেদন: দুই বছর আগে ফাইনাল হারের বদলা সুদে আসলে তুলে নিল ভারতের যুব দল (India U 19)। ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে এই বাংলাদেশের বিরুদ্ধেই ৩ উইকেটে হেরে যেতে হয়েছিল প্রিয়ম গর্গদের ভারতকে। টাইগার্সদের (Bangladesh ) হারিয়ে সেই পরাজয়ের জ্বালা এ বার মিটিয়ে নিল যশ ধুলের (Yash Dhull) দল। সৌজন্যে দুরন্ত বোলিং। ফলে ৫ উইকেটে জিতে সেমি ফাইনালে চলে গেল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। আগামী ২ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছেন বাংলার জোরে বোলার রবি কুমার। বাংলার পেসারের আগুনে স্পেলেই বিপর্যয় নামল বাংলাদেশ শিবিরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে আগুনে বোলিং করলেন বাংলার রবি কুমার। যাঁর প্রথম স্পেলের পরিসংখ্যান ৫-১-৫-৩। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন বাঁহাতি স্পিনার ভিকি অস্তওয়াল। ২৫ রানে ২ উইকেট নিয়েছেন ভিকি।


আরও পড়ুন: স্ত্রী Sanjana Ganesan-এর সঙ্গে বিন্দাস মেজাজে ছুটি কাটাচ্ছেন Jasprit Bumrah, দেখুন ছবি


আরও পড়ুন: Allu Arjun-এর Pushpa জ্বরে কাবু Rashid Khan-David Warner, খুনসুটি চলছেই



রবির প্রথম স্পেল বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। পরপর ফিরে যান মেহফিজুল ইসলাম (২), ইফতেকার হোসেন (১) ও প্রান্তিক নাবিল (৭)। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।



জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৫ উইকেট হারিয়ে। ৬৫ বলে ৪৪ রান করে লো স্কোরিং ম্যাচে দলকে টানেন ওপেনার অঙ্গক্রিস রঘুবংশী। শুরুতেই হরনূর সিং ফিরলেও অঙ্গক্রিস ও শেখ রশিদ (২৬) মিলে দলকে ৭০/১ স্কোরে পৌঁছে দেন। তবে পরপর ৪ উইকেট হারিয়ে ৯৭/৫ হয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে লক্ষ্যভেদ করে। স্বভাবতই ম্যাচের সেরা হয়েছেন রবি কুমার।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App