নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়া,বাংলাদেশ নিউ জিল্যান্ডের পর লঙ্কা বধ। এ - গ্রুপের চারটি ম্যাচই জিতে বিশ্বকাপের সেমি ফাইনালে টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে শেষ চারের টিকিট কনফার্ম করেছিলেন হ্যারিরা। গ্রুপের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে হান্ড্রেড পার্সেন্ট উইনিং রেকর্ড  নিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছল ভারতীয় প্রমীলা বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে রাধা যাদব আর রাজেশ্বরী গায়কোয়াডের দুরন্ত বোলিং, পরে শেফালী ভার্মার দুরন্ত ব্যাটিং এ ভর করে সহজেই লঙ্কা বধ করল টিম ইন্ডিয়া। মাত্র ১১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা- শেফালী ভার্মা জুটি ভালো শুরু করেন। স্মৃতি ১৭ রানে ফিরলেও চেনা মেজাজেই ব্যাটিং করতে থাকেন শেফালী। ৩৪ বলে ৪৭ রান করেন তিনি। ১৪ বলে ১৫ রান করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষপর্যন্ত জেমাইমা রডরিগেজ (১৫) আর দীপ্তি শর্মা(১৫) জুটি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ৩২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।


শনিবার মেলবোর্নে অবশ্য টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড, দীপ্তি শর্মা, পুনম যাদব, শিখা পান্ডেদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে তারা। সর্বোচ্চ রান করেন অধিনায়ক আতাপাত্তু (৩৩)।  ভারতের হয়ে রাধা যাদব চারটি, রাজেশ্বরী গায়কোয়াড় দুটি উইকেট নেন। পুনম, দীপ্তি এবং শিখা একটি করে উইকেট নেন।