ব্যুরো: আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে আয়োজক শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল ভারতীয় মহিলা দল। একশো চোদ্দ রানে জিতল ভারত। (হায়দরাবাদ টেস্টে দলে ফিরছেন অজিঙ্কে, বাদ ত্রিশতরানের করুণ!)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ভারতের মেয়েরা প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো উনষাট রান করে। জবাবে শ্রীলঙ্কা দল পঞ্চাশ ওভার খেলে আট উইকেট খুইয়ে একশো পঁয়তাল্লিশ রান তুলতে পারে। ভারতের পক্ষে দীপিকা বৈদ্য সর্বোচ্চ উননব্বই রান করেন। অধিনায়ক মিথালিরাজ সত্তর রানে অপরাজিত থাকেন। (৭২ বলে ৩০০, বিশ্ব ক্রিকেটে এমন নজির একটাই) আরও পড়ূন- বিরাটে 'পয়া' ব্যাট এখন মিউজিয়ামে