ওয়েব ডেস্ক: শনিবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এই ম্যাচে হার মানে, সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে যাবে ঝুলনদের। বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছেন মিথালিরাজরা। বলা যেতে পারে মহিলা বিশ্বকাপের একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হতে চলেছে ডার্বিতে। এই ম্যাচ হারলে ভারতীয় দলের সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় ক্ষীণ হয়ে যাবে। বিশ্বকাপে দারুনভাবে শুরু করলেও পরপর দুই ম্যাচ হেরে এই মূহুর্তে বেশ চাপে ঝুলনরা। ভারতকে ভাবাচ্ছে ওপেনার মানধানার ফর্ম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ধোনি চালু করেছেন স্যর, কিন্তু জানেন কি ওয়ার্ন জাদেজাকে কী বলে ডাকেন?


প্রথম দুই ম্যাচে মানধানা দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু তারপরই ব্যাটে তার রান নেই। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মানধানার ছন্দে ফেরার আশায় গোটা দল। তবে দলকে স্বস্তি দিচ্ছে অপর ওপেনার পুনম রাউত ও অধিনায়ক মিথালিরাজের ফর্ম। উল্টোদিকে নিউজিল্যান্ডের  কাছেও এই ম্যাচের গুরুত্ব যথেষ্ট। কারণ ম্যাচ হারলেই কিউইদের দেশে ফেরার কিটস গোছাতে হবে।


আরও পড়ুন  আগামী বিশকাপে মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের জায়গা কি নিশ্চিত?