নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের বেশির ভাগ জায়গা নিয়ে কোনও সংশয় না থাকলেও দু-তিনটি জায়গা নিয়ে কৌতূহল অবশ্য ছিল। সেই কৌতূহল পূরণ করল বিসিবি। বাংলাদেশর বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দলে চমক এখনও কোনও ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ। মাশরাফির ডেপুটি হয়ে বিলেত যাচ্ছেন সাকিব আল হাসান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বাংলাদেশের বিশ্বকাপ দলে ১৩ জন ক্রিকেটারকে নিয়ে কোনও দ্বিধা-দ্বন্দ্ব ছিল না, বিসিবি সভাপতি কিংবা নির্বাচকেরা আকারে ইঙ্গিতে বুঝিয়েই দিয়েছিলেন। ১৫ জনের স্কোয়াডে দুটো জায়গা নিয়েই নানা আলোচনা ছিল। পেস আক্রমণে মাশরাফি, রুবেল, মোস্তাফিজ, সইফউদ্দিন নিশ্চিত হলেও পঞ্চম পেসারের জায়গায় তাসকিন আহমেদ নাকি শফিউল ইসলাম? আর এখানেই চমক দিয়েছেন বাংলাদেশের নির্বাচকরা। এখনও একদিনের ক্রিকেটে অভিষেক না হওয়া পেসার আবু জায়েদ রাহীকে বিশ্বকাপ দলে নিয়ে।



ইংল্যান্ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলেও আবু জায়েদকে রেখেছেন বিসিবি-র নির্বাচকরা। আর সেখানেই একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার সম্ভাবনা আবু জায়েদের। মিরপুরে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের যে দল ঘোষণা করেছে একনজরে দেখে নিন।



বাংলাদেশের বিশ্বকাপ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান(সহ অধিনায়ক) তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।


আরও পড়ুন- ICC World Cup 2019: স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে প্রথম এগারোয় খেলতে চান ডিকে