নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের বিরুদ্ধে আরও একবার বেরিয়ে এল ভারতীয় মিডল অর্ডারের কঙ্কালসার দশা। সমানভাবে প্রকট হল ১০ ওভারে ঝড়ের গতিতে রান তোলার অক্ষমতাও। উদ্বোধনী জুটি ওভার পিছু ছয়ের বেশি রান তুলেছেন রোহিত শর্মা ও কেএল রাহুল। ১৮০ রান উঠেছে জুটিতে। অথচ উদ্বোধনী জুটির শক্ত ভিতের উপরে রানের পাহাড় খাড়া করতে ব্যর্থ হল ভারতের মিডল অর্ডার।                


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩০ ওভারে পড়ল ভারতের প্রথম উইকেট। শতরান করে আউট হলেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। দলের স্কোর তখন ১৮০। বাকি ২০ ওভারে ৯ উইকেট হাতে নিয়ে ভারত তুলল ১৩৪ রান। ওভারপিছু ৬ রানের সামান্য বেশি। অথচ ৩০ ওভারে স্কোরটা মনে হচ্ছিল, সাড়ে তিনশো পার হতে চলেছে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় হল না! 


রোহিত আউট হওয়ার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপেই পরপর ৫টি অর্ধ শতরান করেছেন কোহলি। এদিনও বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। তবে ২৬ রান করে ফিরলেন কোহলি। কোহলি যখন আউট হলেন দলের স্কোর ৩৮.২ ওভারে ২৩৭। পরের বলেই ফিরলেন হার্দিক পান্ডিয়া। ভারতের বড় রান তোলার গতি তখনই সম্ভবত স্তব্ধ হয়ে গেল। 


আগের ম্যাচের মতো এদিনও উইকেট ছুড়ে এলেন ঋষভ পন্থ। তখন ৪৪.১ ওভারে ২৭৭ রান ভারতের। ক্রিজে দীনেশ কার্তিক ও মহেন্দ্র সিং। কিন্তু বাকি ৬ ওভারে উঠল ২৭ রান। মাহির ব্যাট থেকে একটাও ছক্কা এল না। ৩৩ বলে ৩৫ রানে প্যাভিলিয়নে ফিরলেন ধোনি। তাও আবার শেষ ওভারে প্রথম দুটি বলে রানও নিলেন না। তৃতীয় বলে আউট হলেন। আরও একবার মন্থর ব্যাটিং করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গত ম্যাচের মতো এদিনও ক্রিকেটভক্তরা বিস্মিত হয়েছেন মাহির ব্যাটিংয়ে। স্লগওভারেও এক-দুই নিয়ে চলেছেন এমএসডি। চালানোর চেষ্টাও করেননি। ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে তাড়াতাড়ি মিডল অর্ডারের ব্যামোর দাওয়াই খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে।


আরও পড়ুন- ICC World Cup 2019: বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ বিরাটরা