ICC World Cup 2019: বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ বিরাটরা

এত সমালোচনার পরেও আইপিএলের মেজাজে পাওয়া গেল না মাহিকে।

Updated By: Jul 2, 2019, 06:53 PM IST
ICC World Cup 2019: বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ বিরাটরা

নিজস্ব প্রতিবেদন : রোহিতের সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি রাহুলের। মাঠে হাফ সেঞ্চুরি ফেলে এলেন ঋষভ। বাংলাদেশকে বাগে পেয়েও বড় রান তুলতে ব্যর্থ বিরাটরা। ফের স্লগ ওভারে স্লো ব্যাটিং ধোনির। দুরন্ত মুস্তাফিজুর। ভারত ৯ উইকেটে ৩১৪ রান তোলে। বেঙ্গল টাইগারদের সামনে টার্গেট ৩১৫ রানের।

মঙ্গলবার এজবাস্টনে দুই প্রতিবেশি দেশের লড়াই। মুখোমুখি ভারত-বাংলাদেশ। আজ জিতলেই শেষ চারের টিকিট কনফার্ম করে নেবে কোহলিরা। অন্যদিকে সেমি ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে আজ জিততেই হবে সাকিবদের।

মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার এজবাস্টনে রুটদের কাছে হারের পর ভারতীয় দলে প্রথম একাদশে দু'টি পরিবর্তন হয়। বাদ পড়েন কেদার যাদব ও কুলদীপ যাদব। পরিবর্তে দলে এলেন ভুবনেশ্বর কুমার ও দীনেশ কার্তিক। এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের দুই ওপেনার ঠিক যেভাবে শুরু করেছিলেন, এদিন এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে সেই আক্রমণের রাস্তাই বেছে নেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল। ওপেনিং জুটিতে ১৮০ রানের পার্টনারশিপ গড়েন রোহিত-রাহুল। ৯ রানের মাথায় জীবনদান পান রোহিত শর্মা। মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ মিস করেন তামিম ইকবাল। সেই সুযোগ কাজে লাগিয়ে শতরান করেন রোহিত শর্মা।

৯০ বলে একদিনের কেরিয়ারে ২৬ তম সেঞ্চুরিটি এদিন করলেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে চার নম্বর সেঞ্চুরি হয়ে গেল হিটম্যানের। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের পর বাংলাদেশের বিরুদ্ধেও শতরান করলেন রোহিত।এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করে সাঙ্গাকারাকে ছুঁলেন রোহিত। ২০১৫ সালে বিশ্বকাপে চারটি শতরান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা। প্রথম ভারতীয় হিসেবে এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করার নজির গড়লেন রোহিত শর্মা। এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এদিন সৌরভকে টপকে গেলেন তিনি। সেঞ্চুরি করেই ১০৪ রানে আউট হন হিটম্যান।

রোহিত সেঞ্চুরি করলেও আর এক ওপেনার রাহুলসেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ৭৭ রানে ফিরলেন রাহুল। এরপর বিরাট কোহলি আর হার্দিক পাণ্ডিয়াকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন মুস্তাফিজুর রহমান। বিরাট ২৬ আর হার্দিক শূন্য রানে ফিরলেন। এরপর অবশ্য ঋষভ পন্থ ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। কিন্তু ৪১ বলে ৪৮ রানে সাকিবের বলে ক্যাচ আউট হলেন পন্থ। সুযোগ পেলেও কাজে লাগাতে পারলেন না দীনেশ কার্তিক। শেষ দিকে ফের স্লো ব্যাটিং মহেন্দ্র সিং ধোনির। এত সমালোচনার পরেও আইপিএলের মেজাজে পাওয়া গেল না মাহিকে। ৩৫ রানে ফিরলেন এমএসডি।  শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে ৫টি উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান।      

 

আরও পড়ুন - ICC World Cup 2019: বাংলাদেশের বিরুদ্ধে হিটম্যানের সেঞ্চুরি! সৌরভকে টপকে বিশ্বকাপে নজির রোহিতের

.