নিজস্ব প্রতিবেদন: শুক্রবার অনুশীলনে বাঁ হাতের তর্জনীতে চোট পান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। অনুশীলনের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান তিনি৷ এরপর স্থানীয় হাসপাতালে এক্স-রে করানোর জন্য নিয়ে যাওয়া হয় ইংল্যান্ড অধিনায়ককে। এরপর এক্স-রে রিপোর্টে দেখা যায় মর্গ্যানের বাঁ হাতের তর্জনীতে সামান্য চিড় ধরা পড়েছে। তবে কি বিশ্বকাপের শুরুর দিকে ইংল্যান্ড অধিনায়ককে পাওয়া যাবে না? এই প্রশ্ন ঘোরাফেরা করছে বিলেত জুড়ে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার চোট লাগার পরেই আন্দাজ করা গিয়েছিল যে শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবেন না মর্গ্যান। সেইমতো অজিদের বিরুদ্ধে মাঠে নামেননি ইংল্যান্ড অধিনায়ক। চিকিত্সকরা জানিয়েছেন মর্গ্যানের চোট তেমন গুরুতর নয়। তবে আশা করা যাচ্ছে বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন তিনি। শুক্রবারই এক সাক্ষাত্কারে তিনি নিজেও সে কথা জানিয়ে দেন।   


আরও পড়ুন - ICC World Cup 2019: স্বস্তি ভারতীয় শিবিরে! বিজয় শঙ্করের চোট গুরুতর নয়