ICC World Cup 2019: ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার সাকিবের!
২০০৭ বিশ্বকাপের অ্যাকশন রি প্লে চাইছেন মোর্তাজা-মুশফিকুররা।
নিজস্ব প্রতিবেদন : সাউদাম্পটনে আফগানিস্তানকে হারানোর পর অনেকটাই চার্জড আপ বাংলাদেশ। সেমি ফাইনালে পৌঁছতে হলে বিশ্বকাপের বাকি দুটি ম্যাচই জিততে হবে সাকিবদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড হারায় একটু হলেও সুবিধে হয়ে গেল বাংলাদেশের। তবে নিজেদের কাজটা সেরে রাখতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশের বাকি দুটি ম্যাচে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। শক্তিশালী ভারতীয় দলকে হারাতে মুখিয়ে রয়েছে মোর্তাজা অ্যান্ড কোম্পানি। ২০০৭ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে ফের ভারতকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে যেতে মরিয়া বাংলাদেশ। কোহলিদের হারিয়ে চমক দিতে চান সাকিবরা।
আরও পড়ুন - শাস্ত্রীয় স্মৃতিচারণা! ১৯৮৩ সালে আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত
সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন আইসিসি-র এক নম্বর অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিরুদ্ধে জিতে বিশ্বকাপের শেষ চারের আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। সাত ম্যাচে তাদের পয়েন্ট সাত। বাকি রয়েছে এখনও দুটি ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর ৮ দিনের বিশ্রাম পাচ্ছেন সাকিবরা। আর সেটাকে কাজে লাগিয়ে কোহলিদের হারিয়ে চমক দিতে চায় বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। কিন্তু ভারতকে সমীহ করছেন না সাকিবরা।
আপাতত লম্বা বিরতিতে নিজের ভুল ত্রুটিগুলি শুধরে ভারতকে বেগ দেওয়াই এখন পাখির চোখ বাংলাদেশ ক্রিকেট দলের। তবে ২০০৭ বিশ্বকাপের অ্যাকশন রি প্লে চাইছেন মোর্তাজা-মুশফিকুররা। সেবার ভারতকে হারিয়েই বিশ্বকাপের নক আউট পর্বে গিয়েছিল টাইগাররা।