ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় বিরাটের স্টেপ আউট
ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় কান দিচ্ছেন না বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে উঠছে প্রশ্ন। ধোনি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছেন বলে মনে করেন সচিন তেন্ডুলকরও। তবে নিজের প্রাক্তন অধিনায়কের পাশেই রয়েছেন বিরাট কোহলি। সাংবাদিক বৈঠকে মাহিকে নিয়ে সমালোচনায় বিরাটের জবাব, কী করণীয় তা ধোনির চেয়ে ভালো কেউ বোঝে না। বাইরে অনেক কিছুই ঘটতে পারে। তবে ভিতরে ও ড্রেসিংরুমের ঘটনাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় কান দিচ্ছেন না বিরাট কোহলি। বললেন, ''কী করতে হবে, সেটা ধোনির চেয়ে ভাল কেউ বোঝে না। তেমন ক্রিকেটার কোনওদিনই ধোনি নন, যাঁকে বলে দিতে হবে। বাইরে অনেক কিছু ঘটে। কিন্তু মাঝের মধ্যে ও ড্রেসিংরুমের পরিস্থিতিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ''।
একইসঙ্গে ধোনির উপরে তাঁর ভরসা এখনও অটুট বলেও মনে করিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক। তাঁর কথায়,''একাধিকবার দলকে টেনেছেন ধোনি। চলতি বছরে ধোনির পারফরম্যান্স দারুণ। একটা-দুটো পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাঁর ব্যাটিংয়ে খুঁত খুঁজে বের করা উচিত নয়। সেটা আমরা করছিও না। গত ম্যাচের পরও নেটে প্রচুর পরিশ্রম করেছেন ধোনি। ব্যাটিংয়ে যেভাবে চলছে আমরা খুশি''।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে অত্যন্ত ধীরে ব্যাট করার করার অভিযোগ উঠেছে ধোনির বিরুদ্ধে। পরোক্ষে মাহির মন্থর ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে, স্লগওভারে অত্যাধিক সতর্ক ব্যাটিং করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেও প্রথম ৪০ বলে ধোনি করেছিলেন ২০ রান। পরে অবশ্য ধোনি অর্ধ শতরান করেন। কিন্তু ইদানীং ধোনির মন্থর ব্যাটিং দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে অসমর্থ হচ্ছে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। আফগানিস্তান ম্যাচেই অল্পের জন্য রক্ষা পেয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কম রানের পুঁজি নিয়ে জয় অসম্ভব। ফলের মাঝের ওভারে ধোনির ব্যাটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিভিএসএস লক্ষ্মণ মনে করেন, চার-ছয় না মারলেও অন্তত খুচরো রান নিয়ে স্কোর বোর্ড সচল রাখুন ধোনি। তবে ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ান সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- বিতর্ক হলেও কমলা রঙের জার্সি মনে ধরেছে কিং কোহলির