জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) হারের বদলা নিতে মরিয়া অস্ট্রেলিয়া (Australia)। আর তাই আসন্ন বিশ্ব টেস্ট ফাইনালে (ICC WTC Final 2023) ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল গড়ল অস্ট্রেলিয়া। মায়ের মৃত্যুশোক কাটিয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন প্যাট কামিন্স (Pat Cummins)। ৭ জুন ওভালের বাইশ গজে শুরু হবে মেগা ফাইনাল। সেই ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। একইসঙ্গে অভিজ্ঞ স্টিভ স্মিথের (Steve Smith) সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ার্নারকে ইদানীং একেবারেই পুরনো আগ্রাসী মেজাজে দেখা যাচ্ছে না। কোনও ফরম্যাটেই রানের মধ্যে নেই এই ওপেনার। তবুও তাঁকে ১৭ জনের দলে রাখা হয়েছে। এমনকি অ্যাশেজের প্রথম দু’টি টেস্টেও সুযোগ পেয়েছেন তিনি। ২৮ মে সংখ্যা কমিয়ে ১৫জনের করা হবে। 



আরও পড়ুন: Delhi Capitals, IPL 2023: সৌরভের দিল্লিতে চোরের হানা! ব্যাট খোয়ালেন ওয়ার্নার, বেপাত্তা ১৬ লাখ টাকার সরঞ্জাম


আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: স্কুলে যাওয়া শিশুর হাতে বিরাটকন্যা ভামিকাকে নিয়ে প্ল্যাকার্ড, প্রেমের প্রস্তাব! চলছে সমালোচনা


চোটের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুটি টেস্ট খেলতে পারেননি ওয়ার্নার। যদিও এরপর একদিনের সিরিজ খেলেছিলেন। তবে বড় রানের মুখ দেখেননি। এমনকি চলতি আইপিএল-এ একেবারেই চেনা মেজাজে রান করতে পারছেন না। ফলে পরপর পাঁচ ম্যাচ হেরে দিল্লি ক্যাপিটালসের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তবুও তাঁর প্রতি ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 


একইসঙ্গে চার বছর পর টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি ২০১৯ সালে শেষ টেস্ট খেলেছিলেন। সম্প্রতি ভারতীয় সফরে এসে একদিনের সিরিজে দুরন্ত ব্যাটিং করেছিলেন মার্শ। ফাইনালের জন্য ঘোষিত দলটি ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম দুটি ম্যাচেও খেলবে। অ্যাশেজের শেষ তিন টেস্টের জন্য দল ঘোষণা করা হবে পরে। জশ ইংলিশ ও মার্কাস হ্যারিসও ফিরেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত দলে। ওপেনার ব্যাকআপ হিসেবে বেছে নেওয়া হয়েছে হ্যারিসকে। 


১৭ সদস্যের অস্ট্রেলিয়া দল: 


প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, মিচ মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)