ওয়েব ডেস্ক: ফ্রান্সের নিসে ঘটলো এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আসরের সবচেয়ে বড় অঘটন। প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আইসল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। সেই সাথে ইতিহাস গড়ার পথে আইসল্যান্ড। ইংরেজদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত-ভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আইসল্যান্ড।


সোমবার রাতে সেরা ষোলোর ম্যাচে ওয়েন রুনির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার এক মিনিট পরেই রাগনার সিগার্ডসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড। কিছুক্ষণ পরে সিথোরসোনের গোলে এগিয়ে যায় ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথম খেলতে আসা দলটি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা।দলের এই পরাজয়ের পর পরই পদত্যাগের ঘোষণা এসেছে ইংল্যান্ডের কোচ রয় হজসনের কাছ থেকে। আগামী ৩ জুলাই সেমিফাইনালে যাবার আশায় আয়োজক ফ্রান্সের মুখোমুখি হবে আইসল্যান্ড।