জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইতে মঙ্গলবার বিশ্বকাপের (World Cup 2023) সূচি ঘোষিত হয়ে গেল। চলে এল আয়োজক দেশ ভারতেরও খেলার সম্পূর্ণ সূচি। রোহিত শর্মা অ্যান্ড কোং-এর বিশ্বকাপ সফর শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর মহাশক্তিধর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আইসিসি-র ১০ দলীয় শোপিস ইভেন্ট চলবে অক্টোবর-নভেম্বর মাস জুড়ে। বিশ্বকাপে যে ম্যাচের দিকে সকলের চোখ থাকবে, সেই ম্যাচের পোশাকি নাম 'মাদার অফ অল ব্যাটল' ওরফে ভারত-পাকিস্তান (IND vs PAK, ICC ODI World Cup 2023)। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে লিগের সেই ম্য়াচ। তবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ থাকছে কলকাতারও। কিন্তু কীভাবে? এই প্রতিবেদনে জেনে নিন লিগের ম্যাচের পরেও কীভাবে ইডেনে মুখোমুখি হতে পারে ভারত-পাক!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইসিসি ঘোষণা করে দিয়েছে যে, বিশ্বকাপের দু'টি সেমিফাইনাল হবে মুম্বই ও কলকাতায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবলের এক ও চার নম্বর দলের বিরুদ্ধে শেষ চারের লড়াই হবে। দুই এবং তিন নম্বর দলের দ্বিতীয় সেমিফাইনাল হবে ইডেন গার্ডেন্সে। আইসিসি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে, পাকিস্তান যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে যায়, তাহলে তারা কলকাতাতেই খেলবে, রাউন্ড-রবিন গ্রুপ পর্যায়ের শেষে তাদের অবস্থান যাই থাকুক না কেন! ভারত যদি শেষ চারে ওঠে, তাহলে তারা মুম্বইতে খেলবে, যদি না তারা পাকিস্তানের মুখোমুখি হয়, তবে পাকিস্তানের সঙ্গে খেলা পড়লে, তাহলে ইডেনই দেখবে ভারত-পাক সেমিফাইনালের মহারণ।  ১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনালের আসর বসবে ইডেনে। এর আগে, ১৯৯৬ সালের বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কার সেমি ফাইনাল আয়োজিত হয়েছিল ইডেনে। 


আরও পড়ুন: ICC ODI World Cup 2023: বাবর আজমের পাক বোর্ডের কোন অনুরোধ মেনে নিয়েছে আইসিসি-বিসিসিআই? জানতে পড়ুন


এছাড়া কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য আরও সুখবর। দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছে ইডেন। যার মধ্যে পাকিস্তান দুটি ও বাংলাদেশ ইডেনে একটি ম্যাচ খেলবে। ২৮ অক্টোবর কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে মাঠে নামবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। এরপর ৩১ অক্টোবর আয়োজিত হবে হাইভোল্টেজ পাকিস্তান বনাম বাংলাদেশ  ম্যাচ। এরপর ফের ১২ নভেম্বর ইডেনের বাইশ গজে নামবেন বাবর আজম -মহম্মদ রিজওয়ানরা। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৬ সালে শেষবার পাকিস্তান এসেছিল ভারতে। টি-২০ বিশ্বকাপে দুই দেশের খেলার কথা ছিল ধরমশালায়। কিন্তু পাকিস্তান নিরাপত্তা জনিত কারণে ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল আইসিসি-কে। এরপর ম্যাচ ধরমশালা থেকে কলকাতায় সরিয়ে নিয়ে আসা হয়।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)