নিজস্ব প্রতিবেদন: হয় ব্যাট নয় মুখ! যে কোনও একটা সচল থাকেই ঋষভ পন্থের (Rishabh Pant)। ছেড়ে কথা বলার পাত্র নন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার।  এবার পন্থের বোমায় উড়ে গেলেন রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen)। জোহানেসবার্গে তৃতীয় দিনের খেলা চলাকালীন ৩৮ ওভারের শেষে পন্থ এবং ডুসেনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট ছিলেন ডুসেন। তিনি শার্দূল ঠাকুরের বলে পন্থের হাতে ক্যাচ আউট হয়ে যান। যদিও আউট নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। অনেকের মতে পন্থ ক্যাচ নেওয়ার আগেই বল মাটিতে পড়েছিল। সেখান থেকে বল কুড়িয়ে পন্থ ক্যাচের আবেদন করেন। বুধবার পন্থকে সামনে পেয়ে ডাসেন সেই আউটের প্রসঙ্গ তুলে আনেন। যা শুনে পন্থ বলেন, "তোমার অর্ধেক জ্ঞান থাকলে, মুখ বন্ধই রাখো।" স্টাম্প মাইক্রোফোনে পন্থ ও ডাসেনের কথোপকথন শোনা যায়। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় পরে।


আরও পড়ুন: কেন তিনি Lord Shardul? নিজেই কারণ জানালেন ভারতীয় পেসার


জোহানেসবার্গের আগে সেঞ্চুরিয়নেও স্টাম্প মাইকের কথা ভাইরাল হয়েছিল। বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিনে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর চোট রীতিমতো বিরাট কোহলির (Virat Kohli) কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। তবে বুমরা যখন খেলায় ফিরে আসেন, তখন বুমরার প্রত্যাবর্তনে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন ক্যাপ্টেন কোহলি। স্টাম্প মাইকে শোনা যায় যে, কোহলি বলেন, "Finally, the Rock has come back" (অবশেষে রক ফিরে এসেছে)। এই কথা শুনে ক্রিকেট ফ্যানরাও নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। ডব্লিউডব্লিউই (WWE) মহাতারকা ডোয়েন 'দ্য রক' জনসন (Dwayne 'The Rock' Johnson) ২০১১ সালে ৮ বছর পর রিংয়ে ফিরে এসেছিলেন। তখন রিংয়ে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে 'দ্য রক' বলেছিলেন "ফাইনালি দ্য রক হ্যাজ কাম ব্যাক।" এই উদ্ধৃতি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।বুমরার মাঠে ফিরতেই কোহলিও সেই সংলাপ ব্যবহার করলেন।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App