সুখেন্দু সরকার : বেঙ্গালুরুর প্রাক্তন কোচ রোকাকে টেক্কা দিয়ে ভারতের নতুন কোচ হতে চলেছেন ক্রোয়েশিয়ার ইগর স্টিম্যাচ। বৃহস্পতিবার দিল্লিতে এসে টেকনিক্যাল কমিটির সামনে ইন্টারভিউ দেন সুকেরের প্রাক্তন সতীর্থ। হোমওয়ার্ক সেরেই দিল্লিতে এসেছিলেন স্টিম্যাচ। প্রায় ৪৫ মিনিটের পাওয়ার পয়েন্ট প্রজেন্টেসন দেন তিনি। ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা জানিয়েছেন, স্টিমাচ ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল। তা ছাড়া ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে থাকা বাকি তিনজনের থেকে স্টিমাচ অনেকটা এগিয়ে ছিলেন। স্টিমাচকে প্রশ্ন করেছিলেন টিডি আইজ্যাক দোরু। স্টিমাচের উত্তরে তিনি আশ্বস্ত হয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  আইপিএলের ইতিহাসে এমন ঘটনা ঘটল দ্বিতীয়বার, এবার সাক্ষী অমিত মিশ্র



এশিয়ান কাপে সুনীলদের খেলাও দেখেছেন তিনি। আলবার্ট রোকা, লি মিঙ সাঙ আর হাকান এরিকসন স্কাইপে-তে ইন্টারভিউ দেন। তবে টেকনিক্যাল কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে স্টিম্যাচকেই বেছে নেন। তাঁর নামই ফেডারেশনের কার্যকরী কমিটির কাছে পরবর্তী জাতীয় কোচের জন্য পাঠানো হয়েছে। ফলে বলাই যায় প্রাক্তন ক্রোট তারকার সুনীলদের কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা। তিপান্ন বছর বয়সী স্টিম্যাচ ৫৩ ম্যাচে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। খেলেছেন ১৯৯৬ সালের ইউরো কাপ আর ১৯৯৮ বিশ্বকাপে। প্রায় দেড় বছর ক্রোয়েশিয়ার জাতীয় দলের কোচিংও করিয়েছেন স্টিম্যাচ। ইরানের ক্লাব আর কাতারের ক্লাবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্টিম্যাচের সহকারি হিসাবে কাজ করবেন বেঙ্কটেশ। বিদায়ী জাতীয় কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সময়েও সহকারি ছিলেন বেঙ্কটেশ।