নিজস্ব প্রতিবেদন :  ২০২২ সালের কাতার বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য নিজের দল বেছে নিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। ওমান এবং কাতার ম্যাচের জন্য ৩৪ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন ক্রোট কোচ। দলে খুব একটা পরিবর্তন নেই। ৩৪ জনের দলে রাখা হয়েছে হোলিচরণ নার্জারিকে। জেজে এখনও ফিট নন, তাই দলে রাখা হয়নি। ২০ অগাস্ট থেকে গোয়ায় শুরু হবে জাতীয় শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



৫ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করবে ভারতীয় ফুটবল দল। ভারতের সঙ্গে গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওমান, আফগানিস্তান আর কাতার। বিশ্বকাপের যোগ্যতা পর্বে ভারতের দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর কাতারের বিরুদ্ধে (অ্যাওয়ে ম্যাচ)।



একনজরে দেখে নেওয়া যাক ইগর স্টিমাচের ৩৪ জনের দলে কে কে রয়েছেন-


গোলকিপার- গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, কমলজিত্ সিং, বিশাল কেইথ
ডিফেন্ডার- রাহুল ভেকে, নিশু কুমার, প্রীতম কোটাল, আনাস এডাথোডিকা, সন্দেশ ঝিঙ্ঘান, আনোয়ার আলি(জুনিয়র), নরেন্দ্র গেহলট, সার্থক গোলুই, আদিল খান, সালাম রঞ্জন সিং, শুভাশিস বোস, জেরি লালরিনজুয়ালা, মন্দার রাও দেশাই
মিডফিল্ডার- নিখিল পূজারী, উদান্ত সিং, অনিরুদ্ধ থাপা, রেনিয়ার ফার্নান্ডেজ, ভিনিথ রাই, সাহাল আব্দুল সামাদ, অমরজিত্ সিং, প্রণয় হালদার, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লাললিনজজুয়ালা ছাঙতে, হোলিচরণ নার্জারি, আশিক কুরুনিয়ান
ফরোয়ার্ড- বলবন্ত সিং, সুনীল ছেত্রী, জবি জাস্টিন, ফারুক চৌধুরি, মনভীর সিং


আরও পড়ুন - আর্সেনালকে হারিয়ে হুয়ান গ্যাম্পার ট্রফি জয় বার্সেলোনার