নিজস্ব প্রতিবেদন: পুরী যাওয়ার পরিকল্পনা রয়েছে?  যদি থাকে তাহলে জেনে রাখুন কোভিড পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক। সম্প্রতি ওড়িশা সরকার নিজের রাজ্যকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা করতে ভিন রাজ্য থেকে আসা পর্যটকদের কোভিড-পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনই সাবধান না হলে, করোনার দ্বিতীয় ওয়েভ আসন্ন। যার দাপটে ফের ত্রস্ত্র গোটা দেশ। বেশ কিছু রাজ্য আগাম পদক্ষেপও করতে শুরু করেছে। পুনে স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে। তামিলনাড়ু লকডাউন ঘোষণা করেছে। 


জানা গিয়েছে, ১২ রাজ্য থেকে  ওড়িশায় প্রবেশের আগে Covid পরীক্ষা বাধ্যতামূলক। মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লি, চন্ডিগড়, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা ঢোকার আগে করতে হবে Covid পরীক্ষা। পজেটিভ হলে তবে প্রবেশের অনুমতি মিলবে। 


বিমানে আসুন কিংবা ট্রেনে , এই নতুন গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। ওড়িশায় প্রবেশ করার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।