জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) আউট সুইং খেলার ব্যাপারে সমস্যা আছে। সেটা ক্রিকেট দুনিয়ায় সবাই জানে। তবে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের ইনসুইং খেলতেও অসুবিধা হয়। সেটা এত বছর পরে স্বীকার করলেন রোহিত। মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। এর আগে রবিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোহিত। অকপটে জানালেন ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ইনসুইং খেলতে তাঁর সমস্যা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিত বলেন, 'ঝুলন আক্ষরিক অর্থে লেজেন্ড। দেশের প্রতি ঝুলনের প্যাশন শেখার মতো। ওর লড়াই আমাদের প্রেরণা জুগিয়েছে। উদ্বুদ্ধ করেছে। কয়েক মাস আগে এনসিএ-তে অনেকটা সময় কাটিয়েছিলাম। সেই সময় ঝুলন আমাকে নেটে বোলিং করত। ওর ইনসুইং আমাকে সবসময় সমস্যায় ফেলেছে।'  



আরও পড়ুন: IND vs SA : রোহিতের টিম ইন্ডিয়ার ম্যাচ নিয়ে ধোঁয়াশা! স্টেডিয়ামে কেটে দেওয়া হল বিদ্যুৎ, নেই জল


আরও পড়ুন: 'লজেন্স মাসি'-কে বিশেষ সম্মান জানাল সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর! দেখুন আবেগি ভাইরাল ভিডিয়ো


ইংল্যান্ড সফরে ঝুলন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ সিরিজ খেলছেন। মহিলা ক্রিকেটে সর্বোচ্চ সর্বোচ্চ উইকেট শিকারি তিনটি একদিনের ম্যাচের পরেই নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ২৪ সেপ্টেম্বর লর্ডসের ঐতিহাসিক মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে খেলবেন তিনি। সেটাই 'চাকদহ এক্সপ্রেস'-এর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয় কিনা সেটাই দেখার।


ঝুলন মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি। ৩৯ বছর বয়সি এই কিংবদন্তি ১২ টেস্টে ১৭.৩৬ ইকোনমি রেটে ৪৪টি উইকেট, ২০১টি একদিনের ক্রিকেটে ২২ ইকোনমি রেটে ২৫২টি উইকেট এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছিলেন। ঝুলনের উপর একটি বায়োপিকও তৈরি হচ্ছে, 'চাকদহ এক্সপ্রেস'। এই বায়োপিকটিতে ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)