ওয়েব ডেস্ক: বিরাট কোহলিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করাটা একেবারেই মেনে নিতে পারছেন না, তাঁর সতীর্থ চেতেশ্বর পূজারা। রাঁচি টেস্টে যেভাবে সাবলীলভাবে ডাবল হান্ড্রেড করেছেন, সেই স্বাভাবিক ভঙ্গীতেই ধরমশালা টেস্ট শুরুর একদিন আগে পূজারা জানিয়ে দিলেন, অজিরা যা করে করুক, তাঁদের মন শুধুমাত্র খেলাতেই। চেতেশ্বর পূজারা বলেছেন, 'বিরাট কোহলিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মনে রাখতে হবে, বিরাট কোহলি এই মুহূর্তে ক্রিকেটের একজন দুর্দান্ত অ্যাম্বাসাডর। স্মিথরা ভাবছে, ওরা এভাবে আমাদের ফোকাস নাড়িয়ে দেবে! একেবারেই ভুল ভাবছে। আমরা ধরমশালার ম্যাচ ছাড়া কিছুই ভাবছি না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কেরিয়ারের সবথেকে খারাপ সময় কোনটা, নিজেই জানালেন সচিন


ভারতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আরও বলেছেন, 'অজিরাও ভালো করতো, যদি ওরা শুধুমাত্র খেলাতেই মন দিত। কিন্তু দেখছি, ওদের খেলার থেকে বেশি মন মুখের লড়াইতেই। এতে আখেরে আমাদের অন্তত কোনও ক্ষতি হবে না। কারণ, খেলার বাইরে আমরা কিছুই ভাবছি না।এটুকু বলতে পারি, আমরা সবাই বিরাটকে এই বিষয়ে সমর্থন করছি।'


আরও পড়ুন  ধোনি জমানার অবলুপ্তির ফল পেতে শুরু করলেন সুরেশ রায়না!