জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2022) শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করেছিলেন। ৬১ বলে ১২২ রানে অপরাজিত থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে করেছিলেন প্রথম শতরান। অবশ্য এর আগে থেকেই আইপিএল (IPL) ও ভারতের জার্সি গায়ে চাপিয়ে একাধিক ম্যাচে ওপেন করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই 'কিং কোহলি'-কে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় ওপেনার হিসেবে বেছে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেটা রবিবার সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। এর আগে রবিবার সাংবাদিক সম্মেলনে এসে বিরাটের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে রোহিত বলেন, 'একাধিক বিকল্প থাকলে দলের জন্যই ভাল হবে। একটা বড় প্রতিযোগিতায় নামার আগে একাধিক বিকল্প থাকা খুব দরকার। এই বিষয়ে বিরাটের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। দরকার হলে বিরাট অবশ্যই ওপেন করবে।' এরপর রোহিত আরও যোগ করেন, 'আইপিএল-এ আরসিবি-র হয়ে বিরাট ওপেন করেছে। তাই বিরাট একজন ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার হয়ে সফল হতেই পারে।'      


আরও পড়ুন: IND vs AUS : অজিদের বিরুদ্ধে নামার আগে কেমন হল কোহলির নতুন হেয়ার স্টাইল? ছবিতে দেখুন


আরও পড়ুন: Jasprit Bumrah : কীভাবে মহানুভবতা দেখালেন 'বুম বুম বুমরা'? জানতে পড়ুন


বিরাটকে তৃতীয় ওপেনার হিসেবে ব্যবহার করার বিষয়ে হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গেও কথা বলেছেন রোহিত। সেটাও জানালেন তিনি। 'হিটম্যান' বলেন, 'অবশ্যই এই ইস্যু নিয়ে রাহুল ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আগামি দিনে কয়েকটা ম্যাচে আমরা বিরাটকে ওপেনার হিসেবে দেখতেই পারি।' 


তবে বিরাটকে বিকল্প ওপেনার হিসেবে বাছলেও, কেএল রাহুলের (KL Rahul) জায়গা কিন্তু অক্ষত থাকছে। সেটাও এ দিন মনে করিয়ে দিলেন রোহিত। তিনি ফের যোগ করেন, 'এই বিষয়ে পরীক্ষার কোনও জায়গাই নেই। কেএল রাহুল অবশ্যই ওপেন করবে। কারণ ওপেনার হিসেবে সব ফরম্যাটে ও সাফল্য পেয়েছে। একটা-দুটি ম্যাচে খারাপ ফল করলে কেউ খারাপ ব্যাটার হয়ে যায় না।' 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)