জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১৫ অক্টোবর আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে বহু প্রতীক্ষিত 'মাদার অফ অল ব্যাটল'। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইশ গজে আয়োজিত হতে চলা ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নিয়ে ইতমধ্যেই গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কিন্তু অনেক আগে থেকেই উত্তেজনায় টগবগ করে ফুটছেন। তবে তিনি একটি করে ম্যাচ ধরেই এগোতে চান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারণ আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2023) তিনবার রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দলের ডুয়েল দেখা যেতে পারে। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান লড়াই। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে রাহুল স্পষ্ট বলে দেন, এশিয়া কাপের মেগা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই হলে সেটা দারুণ ব্যাপার হবে। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে বিসিসিআই-এর (BCCI) টুইটারে রাহুলের বক্তব্য তুলে ধরা হয়েছে। 


'দ্য ওয়াল' বলছেন, "এশিয়া কাপের সূচি দেখে যা বুঝলাম, তাতে সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে তবেই পাকিস্তানের বিরুদ্ধে তিন বার খেলা যাবে। তাই আমরা একটা ধাপ ধরে ধরে এগোতে চাই। আগে থেকেই বেশি ভাবনাচিন্তা করে নিজেদের চাপে ফেলতে চাই না। এক-একটা ম্যাচ ধরে এগোতে হবে।" 



পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করার পর, ৪ সেপ্টেম্বর বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়াদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল নেপাল। দুটি ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কার ক্যান্ডি। তবুও তিনি ধাপে ধাপে দলকে নিয়ে এগোতে চাইছেন। রাহুল ফের যোগ করেছেন, "পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলে আমাদের জিততে হবে। এখন সেই ম্যাচের দিকে ফোকাস করা উচিত। ভালো ক্রিকেট খেলে সেই দুটো ম্যাচে জিততে হবে। তাহলে প্রতিযোগিতায় আমরা ভালো জায়গায় থাকব। যদি পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই তিন বার খেলার সুযোগ আসে তা হলে সেটা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার হবে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলতে হলে আমাদের ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে উঠতে হবে। আশা করি পাকিস্তানও ফাইনাল খেলবে। তাহলে প্রতিযোগিতার উত্তেজনাও বজায় থাকবে।" 


আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: ২ সেপ্টেম্বর রোহিত বনাম বাবরের 'মাদার অফ অল ব্যাটল', ফাইনাল ১৭ সেপ্টেম্বর, চলে এল বড় আপডেট


আরও পড়ুন: INDA vs PAKA, Emerging Asia Cup: রোহিত-বাবরের ডুয়েলের আগেই পাকিস্তানকে ৮ উইকেটে হেলায় হারাল সাঁই সুদর্শন-রাজ্যবর্ধন হাঙ্গারকারের ভারত


২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে এক দিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিট থেকে। দু’টি গ্রুপে তিনটি করে মোট ছ’টি দল রয়েছে। তার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।



প্রথমে গ্রুপের দলগুলি একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্টের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল সুপার ফোর-এ যাবে। সেখানে আবার একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দু’দল ফাইনালে উঠবে। 


গত বার এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালেও সুপার ফোর-এর ম্যাচে প্রতিবেশী দেশের কাছে হারতে হয়েছিল রোহিতদের। এরপর শ্রীলঙ্কার কাছেও হারে ভারত। ফলে ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। এবার বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ভারতীয় দল এশিয়ার সেরা হতে পারে কিনা সেটাই দেখার।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)