IND vs PAK, ICC T20 World Cup 2022: চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতেই বিরাটকে কাঁধে তুলে নিলেন রোহিত, কী বললেন অধিনায়ক? ভিডিয়ো ভাইরাল
IND vs PAK, ICC T20 World Cup 2022: অধিনায়কের দায়িত্বে না থাকলেও ব্যাট হাতে দলকে মধুর জয় উপহার দিলেন বিরাট কোহলি। ৫৩ বলে ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের বদলা নিলেন। ৬টি চার ও চারটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুধু তো রুদ্ধশ্বাস জয় নয়। ৩৬৪ দিন পর অপমানের বদলা বলে কথা। পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জয়ের বিরাট কোহলিকে প্রকাশ্যে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত শর্মা। এর আগে অবশ্য মাঠে দেখা গেল অন্য ছবি। ম্যাচের নায়ক বিরাটকে নিজের কাঁধে তুলে নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কয়েক পাক ঘুরলেন। সামনে থাকা হার্দিক তখন চেঁচিয়েই চলেছেন। দলের বাকিরা যে যার মতো করে উল্লাসে ব্যস্ত। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর মহম্মদ কাইফের কোলে উঠে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবারের মেলবোর্নে একই দৃশ্য দেখা গেল।
রোহিত বললেন, 'বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় জিতে শুরু করা, তা-ও আবার পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে, এর থেকে ভাল অনুভূতি আর হয় না। আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে এই জয়ের কারণে। যে পরিস্থিতিতে ছিলাম এবং যে ভাবে ম্যাচটা জিতলাম, তাতে এই ম্যাচের মাধুর্য আরও বেড়ে গিয়েছে। মন থেকে বলছি, বিরাটকে টুপি খুলে কুর্নিশ। আমার দেখা ভারতের হয়ে খেলা ওর অন্যতম সেরা ইনিংস।'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
রান তাড়া করতে নেমে দ্রুত চারটি উইকেট চলে গিয়েছিল ভারতের। সেই জায়গা থেকে বিরাট-হার্দিকের শতরানের জুটি ভারতকে জিতিয়ে দিল। সেই প্রসঙ্গে রোহিত বললেন, 'ওরা দু’জনই যথেষ্ট অভিজ্ঞ। ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছে। তাই এই ধরনের পরিস্থিতি ওদের কাছে মোটেই অচেনা নয়। সেই সময়ে মাথা ঠান্ডা রেখে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া খুবই দরকার ছিল। ওরা ঠিক সেটাই করেছে।'
আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: ৩৬৪ দিনের মাথায় অপমানের বদলা নিয়ে পাক বধ করলেন বিরাট কোহলি
আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: বিরাটের ব্যাটে পাক বধ করে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া
ম্যাচের ভাগ্য বার বার পেন্ডুলামের মতো দুলেছে। এক সময় মনে হচ্ছিল নিশ্চিত ভাবে জিতছে পাকিস্তান। সেখান থেকে ম্যাচ বের করে নিল ভারত। সেই প্রসঙ্গে রোহিত বলেছেন, 'ভারত-পাকিস্তানের মতো ম্যাচে এ রকম দৃশ্যই দেখা যাওয়া উচিত। আমরা বরাবরই চেষ্টা করছিলাম যাতে শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকা যায়। এটাই সবার কাছে বার্তা ছিল এবং আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। নিজেদের মধ্যে এ নিয়ে অনেক বার কথা বলেছি। পরিস্থিতি যা-ই হোক না কেন, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে যে, যে কোনও পরিস্থিতি থেকে আমরা ম্যাচ জিততে পারি। বিরাট এবং হার্দিকের মধ্যে শতরানের জুটিই আমাদের ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।'
অধিনায়কের দায়িত্বে না থাকলেও ব্যাট হাতে দলকে মধুর জয় উপহার দিলেন কোহলি। ৫৩ বলে ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের বদলা নিলেন। ৬টি চার ও চারটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দেন হার্দিক। ৪০ রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। আর ফ্রি হিট, ওয়াইড, আউট, ওভার বাউন্ডারির মতো ঘটনাবহুল রুদ্ধশ্বাস শেষ ওভারে আসে তৃপ্তির ৪ উইকেটে জয়। ৯০ হাজার ২৯৩ জন দর্শকের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুটা দুর্দান্ত হল ভারতের। মেলবোর্নের ২২ গজে ব্যাটিং বিপর্যয় সামলেও বিরাট জয় রোহিত শর্মাদের।