IND vs PAK, ICC T20 World Cup 2022: আগ্রাসী বিরাটের চোখে জল, অন্য কোহলিকে দেখল ক্রিকেট দুনিয়া
IND vs PAK, ICC T20 World Cup 2022: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে একটা সময় ৩১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে ভারতের ইনিংসের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং বিরাট।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগ্রাসী মেজাজের বিরাট কোহলিও তাহলে কাঁদেন! ক্রিকেট মাঠে এমন ছবি দেখা যাবে, সেটা কেউ ভাবতেই পারেননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষে এমনই ছবির সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে কার্যত একা হাতে জেতানোর পর বিরাটের চোখে দেখা গেল জল। পুরোপুরি আবেগতাড়িত হয়ে পড়লেন বিরাট।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে একটা সময় ৩১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে ভারতের ইনিংসের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং বিরাট। শুরুটা ঢিমেতালে করলেও একটা সময় রিকোয়ার্ড রানরেট এতটাই বেড়ে গিয়েছিল যে দু'জনকেই হাত খুলে খেলতে হয়। শুরুটা হার্দিক করেন, তারপর ব্যাটনটা তুলে দেন বিরাট। একটা সময় হার্দিক কোনওরকম ছন্দ পাচ্ছিলেন না। পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন বিরাট।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
শেষ তিন ওভারে জয়ের জন্য ৪৮ রান বাকি ছিল ভারতের। ১৮ তম ওভারে বল করতে আসেন শাহিন আফ্রিদি। রবিবার সেরকম ছন্দে না থাকলেও পাকিস্তানের সেরা বোলার তিনিই। সেই শাহিনকে তিনটি চার মারেন। তারপর হ্যারিস রউফের ১৯ তম ওভারের প্রথম চারটি বল দুর্দান্ত হয়েছিল। আট বলে ২৮ রান বাকি ছিল।
আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: ৩৬৪ দিনের মাথায় অপমানের বদলা নিয়ে পাক বধ করলেন বিরাট কোহলি
তারপরই মেলবোর্ন সাক্ষী থাকে বিরাট স্পেশালের। বোলারের মাথার উপর দিয়ে যে ছক্কাটা মারেন কোহলি, সেটার থেকে সম্ভবত ভালো শট কখনও দেখেনি টি-টোয়েন্টি ক্রিকেট। সেই শটের জন্য পরের বলে রউফ নিজের লাইন পালটাতে বাধ্য হন। তারপর ফাইন লেগের উপর দিয়ে ফ্লিক করেন কোহলি। সেখানেই ম্যাচটা অনেকটা নিজেদের দখলে নেয় ভারত।
তবে শেষ ওভারেও প্রথম তিন বলে তিন রান করে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। আউট হয়ে যান হার্দিকও। সেই অবস্থায় চতুর্থ বলে একটা ছক্কা দরকার ছিল। ঠিক সেটাই করেন বিরাট। তারপর চূড়ান্ত নাটকীয়ভাবে জিতে যায় ভারত। বিচন্দ্রন অশ্বিনের জয়সূচক শটের পরেই হাত তুলে দৌড়াতে থাকেন বিরাট। তারপর মাটিতে বসে আবেগে ভেসে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। চোখে জলও দেখা যায়।