Virat Kohli, IND vs PAK : `কিং কোহলি`, হার্দিকের সঙ্গে দেখা করলেন ভাইরাল ভিডিয়োর নায়ক, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল
Virat Kohli, IND vs PAK : এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরে ফের দেখা গেল মোমিনকে। এ বার অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৯ বিশ্বকাপের ম্যাচে ভারতের (Team India) কাছে পাকিস্তানের (Pakistan) হারের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো, যেখানে এক পাক সমর্থককে ক্যামেরার সামনে হা হুতাশ করতে দেখা যায়। মোমিন সাকিব (Momin Saqib) নামে সেই পাক সমর্থকের ‘মারো মুঝে মারো’ সংলাপ মুহূর্তে হয়ে যায় ভাইরাল। সেই মোমিনের দেশ এ বার এশিয়া কাপে (Asia Cup 2022) পাঁচ উইকেটে ভারতের কাছে হেরে গিয়েছে। দেশ হারের জন্য তাঁর মন খারাপ। তবে একইসঙ্গে ম্যাচের শেষে বিরাট কোহলি (Virat Kohli) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে দেখা করলেন তিনি। সেই দুটি ভিডিয়ো আবার টুইটারে পোস্ট করেছেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ১০ উইকেটে হারের পর এহেন মোমিন উচ্ছ্বাস করেছিলেন। এ বার সেই দুবাইয়েই এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরে ফের দেখা গেল মোমিনকে। এ বার অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। ম্যাচের শেষে বাউন্ডারি লাইনের ধারে বিরাট ও হার্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন মোমিন। তিনি অভিনন্দন জানান দুই ভারতীয় তারকাকে। সেই সঙ্গে এও জানিয়ে রাখেন যে, ফাইনালে আবার দেখা হবে।
আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : একমাস ব্যাট হাতে না তুলেও ফেরার মরিয়া চেষ্টা করলেন বিরাট
কোহলি ও পান্ডিয়ার সঙ্গে দেখা করার ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মোমিন। কোহলির সঙ্গে সাক্ষাতের ভিডিয়োটির ক্যাপশনে মোমিন লেখেন, 'একজন মহান খেলোয়াড় ও বিনম্র ব্যক্তিত্ব। এক এবং অদ্বিতীয় বিরাট কোহলি। ওঁকে ফর্মে ফিরতে দেখে ভাল লাগছে। কী দুর্দান্ত ম্যাচ খেলা হল। ফাইনালে দেখা হবে।'
পাক সমর্থক মোমিন কিন্তু ম্যাচের সেরা হার্দিককেও শুভেচ্ছা জানাতে ভুলে যাননি। টুইটারে তিনি লিখেছেন, 'একটা সেয়ানে সেয়ানে টক্কর দেখলাম। আমাদের বোলিং লাইনআপ তরুণ হলেও দারুণ লড়াই দিল। তবে আপনি কিন্তু দারুণ ব্যাট করলেন হার্দিক। আপনার ওই ছক্কা কোনওদিন ভুলব না।'
দুই দল পরের ম্যাচগুলোতে ভাল পারফর্ম করলেন এ বার এশিয়া কাপের ফাইনালে ফের ভারত-পাকিস্তানের লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। এর আগে কখনও এশিয়া কাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলতে নামেনি দু'দেশ। তবে তার আগে সুপার ফোরের লড়াইয়েও দেখা যেতে পারে ভারত-পাক ম্যাচ। সেইজন্য হংকংকে বাবররা হারলেই চলবে।