WT20, IND vs PAK: হাফ সেঞ্চুরির অনন্য রেকর্ডে জাত চেনালেন Virat Kohli
এদিন টস জিতে পাকিস্তান ভারতকে ব্যাট করতে পাঠায়।
নিজস্ব প্রতিবেদন: সেই বিরাট কোহলি (Virat Kohli)। আবারও পাকিস্তানের বিরুদ্ধে বড় মঞ্চে জ্বলে উঠলেন ভারত অধিনায়ক। রবিবার ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণে যদি কোহলির ব্যাট থেকে 'ফিফটি প্লাস' ইনিংস না আসত, তাহলে ভারত ১৫০ রানের গণ্ডি টপকাতে পারত কিনা তা নিয়ে সন্দেহ থেকে যেত।
কোহলি তাঁর অর্ধ-শতরানের ইনিংসের সৌজন্যে টি-২০ বিশ্বকাপে সর্বাধিক 'ফিফটি প্লাস' ইনিংস খেলার নজির গড়ে ফেললেন। কোহলি ক্রিকেটের এই শো-পিস ইভেন্টে ১০টি পঞ্চাশের ওপর রানের ইনিংস খেলে ফেললেন। কোহলি টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে (Chris Gayle)। গেইলের রয়েছে ৯টি পঞ্চাশের ওপর রানের ইনিংস। এরপর রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৭), তিলকরত্ন দিলশান (৬) ও রোহিত শর্মা (৬)
আরও পড়ুন: WT20, IND vs PAK: মাঠে Urvashi Rautela, গলা ফাটালেন Rishabh Pant র জন্য!
এদিন টস জিতে পাকিস্তান ভারতকে ব্যাট করতে পাঠায়। পাক বোলারদের দাপটে ভারত ৮৪ রানের মধ্য়ে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। তৃতীয় ওভারের মধ্যে দুই ওপেনার ফিরে যান ডাগআউটে। শাহিন শাহ আফ্রিদির সুইংয়ে এলবিডব্লিউ হয়ে যান রোহিত। প্রথম বলেই তিনি আউট হয়ে যান। এরপর কেএল রাহুলের উইকেট ছিটকে দেন সেই আফ্রিদি। রাহুল মাত্র ৩ রানে ফিরে আসেন।
চারে ব্যাট করতে আসা সূর্যকুমার যাদব আশা জাগিয়েও ব্যর্থ হন। ৮ বলে ১১ রানের ইনিংস খেলে হাসান আলির বলে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। পাঁচে ব্যাট করতে আসা পন্থ তাঁর চেনা খেলাটাই খেলতে শুরু করে দেন ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে। ৩০ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেন পন্থ আউট হয়ে যান। শাদাব খানের বলে ভুল শট খেলে তাঁর হাতেই ক্যাচ আউট হয়ে যান।
পন্থ ফেরার পর রবীন্দ্র জাদেজা আসেন ক্রিজে। কিন্তু মাত্র ১৩ রান আসে তাঁর ব্যাট থেকে। জাদেজা আউট হওয়ার পর কোহলিও ফিরে যান। ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে। সেই আফ্রিদি। বাঁ-হাতি পাক পেসারের বলে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর হার্দিক পাণ্ডিয়া (১১) ও ভুবনেশ্বর কুমার (৫) মিলে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৫১ তুলতে সমর্থ হন।