জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে (IND vs AFG, World Cup 2023) রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) রয়েছে দারুণ ছন্দে। প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্য়াচে আফগানিস্তানকেও হারিয়েছে ভারত। আর কয়েক ঘণ্টা পর 'মাদার অফ অল ব্য়াটল'! কাপযুদ্ধের হেভিওয়েট ম্য়াচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK | World Cup 2023)। তবে ডেঙ্গির জন্য ভারত প্রথম দুই ম্যাচে পায়নি দলের তারকা ওপেনার শুভমন গিলকে (Shubman Gill)। শোনা যাচ্ছে যে, মহাযুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও (Narendra Modi Stadium, Ahmedabad) নাকি পঞ্জাবপুত্তর খেলতে পারেন। তিনি নাকি ট্রেনিং করেছেন দলের সঙ্গে। অন্যদিকে জাতীয় দলের সিনিয়র পেসার মহম্মদ শামিও (Mohammed Shami) নাকি ফিরতে পারেন দলে! এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক ভারত-পাকিস্তানের সম্ভাব্য় দলে থাকতে পারেন কারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: World Cup 2023 Opening Ceremony: মোতেরায় ভরদুপুরে মেগাজলসা! মহাযুদ্ধে মঞ্চ মাতাবেন কারা?


ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিশান/ শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ/মহম্মদ শামি ও কুলদীপ যাদব।
 
পাকিস্তানের সম্ভাব্য় একাদশ: ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সৌদ শকিল, ইফতিখার আহমেদ, শাহদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, হ্য়ারিস রউফ ও শাহিন আফ্রিদি।

 
চলতি বছর শুভমনের ব্যাট কথা বলেছে। অসাধারণ ফর্মেই আছেন তিনি। পঞ্চাশ ওভারের ক্রিকেট মাতিয়ে দিয়েছেন তিনি। ২০টি ওয়ানডে ম্যাচে করেছেন ১২৩০ রান। চলতি বছর এই ফরম্যাটে শুভমনই সর্বাধিক রানশিকারি ব্য়াটার। তাঁর গড় ৭২.৩৫। স্ট্রাইকরেট ১০৫.০৩। হাফ ডজন শতরান করা হয়ে গিয়েছে শুভমনের। পাকিস্তানের বিরুদ্ধে শুভমন খেললে, ভারত বাড়তি সুবিধাই পাবে।



আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: 'অবশ্যই ও খেলবে!' কাপযুদ্ধে ফিরছেন নক্ষত্র, জানিয়ে দিলেন প্রধান নির্বাচক


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)