Ishan Kishan: রাজকোটে ঈশানের অপেক্ষায় এই রেকর্ড! প্রয়োজন আর ৪৭ রান
এই মুহূর্তে ঈশানের ঝুলিতে ৪৫৩ রান রয়েছে। দেশের জার্সিতে ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২৩ বছরের ক্রিকেটারের গড় ৩৭.৭৫। তাঁর স্ট্রাইক রেট ১৩২.৪৫। চারটি অর্ধ-শতরান রয়েছে ঈশানের।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের বাঁ-হাতি ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan) অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে। আর মাত্র ৪৭ রান করলেই পাটনার ক্রিকেটার দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০০ রান করে ফেলবেন।
আর কয়েক ঘণ্টা পরে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ। ভারতের মরণ-বাঁচন এই ম্যাচেই দুরন্ত ফর্মে থাকা ঈশানের ব্যাট এই রেকর্ড লিখতে পারে।
এই মুহূর্তে ঈশানের ঝুলিতে ৪৫৩ রান রয়েছে। দেশের জার্সিতে ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২৩ বছরের ক্রিকেটারের গড় ৩৭.৭৫। তাঁর স্ট্রাইক রেট ১৩২.৪৫। চারটি অর্ধ-শতরান রয়েছে ঈশানের। টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম ৫০০ রান করার নজির রয়েছে কেএল রাহুলের। চোটের জন্য এই সিরিজ শুরুর আগের দিনই তিনি ছিটকে যান।
এই মুহূর্তে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ঈশানই সর্বোচ্চ রানশিকারি। ১৬৪ রান করেছেন তিনি। তাঁর গড় ৫৪. ৬৬। ঈশানের স্ট্রাইক রেট ১৫৭.৬৯। জোড়া হাফ-সেঞ্চুরিও করে ফেলেছেন তিনি। দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচে ঈশান ৭৬ রান করেছিলেন। যদিও তাঁর ইনিংস কাজে আসেনি। মিলার ও ভ্যান ডার ডুসেনের ব্যাটে বাভুমার জিতে গিয়েছিলেন ম্যাচ। বিশাখাপত্তনমে তৃতীয় টি-২০ ম্যাচে ঈশান করেছিলেন ঝকঝকে ফিফটি। এবার ঈশানের রান কাজে আসে। ভারত ৪৮ রানে জিতে সিরিজে নিজেদের টিকিয়ে রাখে।
আরও পড়ুন: Tim Paine: '৪-৫ ভারতীয় প্লেয়ারের জন্য পুরো সিরিজ ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল!'
আরও পড়ুন: Messi vs Ronaldo:'যারা বলে মেসির থেকে রোনাল্ডো ভাল, তারা ফুটবলের কিছুই বোঝে না'!