IND vs SL: ফিল্ডিং করতে গিয়ে ভ্যান্ডারসে ও বান্দারার সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন ক্রিকেটার, ভিডিয়ো ভাইরাল
দুই ক্রিকেটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, দুজনেই মাটিতে শুয়ে ব্যথায় ছটফট করতে থাকেন। এবং তার পরে ফিজিও-কে মাঠে আসতে হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিরুঅনন্তপুরমে নিয়মরক্ষার ম্যাচ অন্য কারণে প্রচারের আলোয় চলে এসেছে। বিরাট কোহলির (Virat Kohli) চার বাঁচানোর চেষ্টায় শ্রীলঙ্কার (Sri Lanka) দুই ক্রিকেটার, জেফরি ভ্যান্ডারসে (Jeffrey Vandersay) ও আশিন বান্দারার (Ashen Bandara) মধ্যে ঘটে গেল মুখোমুখি দুর্ঘটনা। এর জেরে স্ট্রেচারে মাঠ ছাড়লেন বান্দারা। গোটা দুনিয়ায় স্তম্ভিত হয়ে যায় পুরো স্টেডিয়াম। এমনকি সেই ঘটনা দেখে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ৯৯ রানে ক্রিজে থাকা বিরাট কোহলি (Virat Kohli)। খেলা শুরু হওয়ার বিপক্ষের অধিনায়ক দাসুন শনাকা-র (Dasun Shanak) সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে।
দুই ক্রিকেটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, দুজনেই মাটিতে শুয়ে ব্যথায় ছটফট করতে থাকেন। এবং তার পরে ফিজিও-কে মাঠে আসতে হয়। পরে দু'টি স্ট্রেচারে করে তাঁদের বাইরে নিয়ে যেতে হয়। এই ঘটনায় সাময়িক ভাবে তীব্র আশঙ্কা ছড়িয়ে পড়়েছিল দুই শিবির সহ পুরো স্টেডিয়ামেই।
আরও পড়ুন: IND vs SL: ৪৬তম শতরান করে কোহলির 'বিরাট' নজির, ফের ভাঙলেন সচিনের রেকর্ড
আরও পড়ুন: Subhman Gill, IND vs SL: কেরিয়ারে দ্বিতীয়, ঘরের মাঠে প্রথম শতরান করলেন শুভমন
৪২.৫ ওভারে। চামিকা করুণারত্নে বল করছিলেন। স্ট্রাইকে ছিলেন বিরাট। বিরাটের ডিপ মিডউইকেট ও ডিপ স্কোয়ার লেগের মাঝখান দিয়ে শট মেরেছিলেন। সেই শট বাঁচানোর চেষ্টা করেন ভ্যান্ডারসে ও বান্দারা। কিন্তু দু'জনেই সজোরে চোট লাগে। বাঁ দিক থেকে ছুটে আসছিলেন ভ্যান্ডারসে আর অন্য পাশ থেকে বান্দারাও এসে বল থামানোর চেষ্টা করেন। আঘাতের জেরে তাঁরা মাটিতেই শুয়ে পড়েন। তবে এরপর ফের খেলা শুরু হলে শতরান করেন বিরাট।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)