জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরে শুরুতেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। শ্রীলঙ্কা সিরিজের জন্য মঙ্গলবার রাতে দুই ফরম্যাটের দল ঘোষণা করে দিল বিসিসিআই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিনের ফরম্যাটে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। সেই দলে বিরাট কোহলিও আছেন। তবে টি-টোয়েন্টি দলের দায়িত্ব হার্দিক পান্ডিয়াকে দেওয়া হল। তবে সেই দলে রোহিত ও বিরাটের মতো দুই মহাতারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। তিনি কামব্যাক করলেন। 


 



 



এদিকে আসন্ন দুই  সিরিজের কোনও দলেই  ঋষভ পন্থকে জায়গা দেওয়া হয়নি। একদিনের দলে উইকেটকিপার হিসেবে কেএল রাহুল ও ঈশান কিশানকে নেওয়া হয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ গিয়েছেন রাহুল। সেই দলে একমাত্র কিপার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করা ঈশান। এই দলে আবার সহ-অধিনায়ক হিসেবে সূর্য কুমার যাদবের নাম ঘোষণা করেছে চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি। মূলত তরুণদের নিয়েই তৈরি করা হয়েছে ২০ ওভারের ক্রিকেটের দল। বাংলার জন্য সুখবর। এই দলে সুযোগ পেয়েছেন পেসার মুকেশ কুমার। 


টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার। 


একদিনের সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)