জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি আধুনিক ক্রিকেটের 'মিস্টার ৩৬০ ডিগ্রি'। শনিবাসরীয় রাজকোটে আরও একবার সেই প্রমাণ করে দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে মাত্র ৪৫ বলে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন টিম ইন্ডিয়ার (Team India) ভাইস ক্যাপ্টেন। ১১২ রানের অপরাজিত ইনিংসে মারলেন ৭টি চার ও ৯টি ছক্কা। মাঠের হেন কোনও প্রান্ত নেই, যেখানে সূর্য শট মারেননি। সূর্যর সেই ইনিংসে ভর করেই রাজকোটে ৫ উইকেটে ২২৮ রান তুলে, লঙ্কাবাহিনীর সামনে ২২৯ রানের লক্ষ্য রেখেছিল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে এই শতরানের সুবাদে দুটি রেকর্ড গড়ে ফেললেন 'স্কাই'। ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত সুরেশ রায়না (Suresh Raina), রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুল (KL Rahul), বিরাট কোহলি (Virat Kohli), দীপক হুডা (Deepak Hooda) হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও সূর্য শতরান করেছেন। এরমধ্যে রোহিত ৪টি, কে এল রাহুল ২টি, বিরাট, হরমনপ্রীত ও হুডা ১টি করে শতরান করেছেন। তবে কে এল রাহুল, বিরাট ও হুডাকে এদিন ছাপিয়ে গেলেন সূর্য। সেরে ফেললেন টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় শতরান। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম শতরান করেছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এসেছিল দ্বিতীয় শতরান। 



একইসঙ্গে এই ফরম্যাটে তিনটি শতরান করে কলিন মুনরো (Colin Munro) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) তালিকায় নাম লিখিয়ে ফেললেন সূর্য। এছাড়া ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্রুততম শতরান গড়ার নজির গড়লেন তিনি। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত মাত্র ৩৫ বলে শতরান করেছিলেন। সূর্য সেই একই বিপক্ষের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন ৪৬ বলে। 


আরও পড়ুন: Ravindra Jadeja and Ravichandran Ashwin: কবে কামব্যাক করবেন জাড্ডু? বড় আপডেট দিলেন অশ্বিন


আরও পড়ুন: BCCI: ছাঁটাইয়ের পরও কামব্যাক! রোহিতদের নির্বাচক হিসেবে ফিরলেন সৌরভ ঘনিষ্ঠ চেতন শর্মা




এমন মারকুটে ইনিংস খেলার পর সূর্য বলেন, 'ডু অর ডাই ম্যাচে এমন একটা ইনিংস খেলে খুব ভালো লাগছে। হার্দিক টসে জিতে আমাদের উপর ভরসা দেখিয়েছিল। আমি শুধু ওর বিশ্বাসের মর্যাদা রাখতে চেয়েছি। এদিন বেশ কয়েকটি নতুন শট খেলার চেষ্টা করেছি। সেগুলো কাজে দিয়েছে বলেই শতরান করতে পারলাম। তবে গত বছর যেভাবে ব্যাট করেছি, এবারও সেই মেজাজেই ব্যাট করেছি। নতুন কিছু করতে চাইনি। ২০২২ সালে যে ফর্মে ছিলাম, নতুন বছরেও সেই ভাবে দলের জন্য পারফর্ম করতে চাই।' 


কখনও ফ্লিক, কখনও কাট, কখনও পুল। রাজকোটের ব্যাটিং সহায়ক পিচে সূর্যকে দেখে মনে হল, ক্রিকেট খেলাটাকে যেন তিনি ছেলেখেলা বানিয়ে ফেলেছেন। সেঞ্চুরির এই ইনিংসে তিনি প্রত্যাশিতভাবেই বাউন্ডারির থেকে ওভার বাউন্ডারি বেশি হাঁকিয়েছেন। ৪৫ বলে শতরান যখন তিনি পূর্ণ করলেন তখনই ৮টি বিশাল ছক্কা এবং ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। শেষ পর্যন্ত তিনি ৫১ বলে ১১২ রানে অপরাজিত থাকলেন। কেন এই মুহূর্তে টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার, সেটা বুঝিয়ে দিলেন তিনি। একইসঙ্গে এই ফরম্যাটে তিনটি শতরান করে কলিন মুনরো এবং গ্লেন ম্যাক্সওয়েলের তালিকায় নাম লিখিয়ে ফেললেন সূর্য। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)