IND vs WI: সিরিজ প্রোমোতে Rohit বন্দনা, ব্রাত্য Kohli, উত্তাল সোশ্যাল মিডিয়া
শুরু হল নতুন বিতর্ক!
নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে প্রথমবার পূর্ণ দায়িত্ব নিয়ে কেরিয়ার শুরু করবেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজের আগে উত্তেজনা তৈরি করা প্রয়োজন। সেই জন্য ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে টিম ইন্ডিয়ার (Team India) জন্য একটি র্যাপ গান তৈরি করা হয়েছে। আর সেটা নিয়েই যত বিপত্তি! বিরাট কোহলিকে (Virat Kohli) ব্রাত্য করা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক!
সোশ্যাল মিডিয়া ফের একবার রোহিত বনাম কোহলি ইস্যু নিয়ে। নেটনাগরিকদের দাবি পুরো ভিডিওতে নাকি ‘হিট ম্যান’ বন্দনা করা হয়েছে। কোহলির জন্য বরাদ্দ মাত্র কয়েকটা ‘ফ্রেম’! কোহলি অনুরাগীরা তাঁদের ‘হিরো’-র প্রতি এমন অবজ্ঞা মেনে নিতে পারছেন না।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। কেরিয়ারের নতুন অধ্যায়ে রোহিতকে দেখতে যেমন সমর্থকরা মরিয়া, তেমনই রোহিত নিজেও বেশ উচ্ছ্বসিত। সেই র্যাপ ভিডিওকে ‘রি-টুইট’ করে সেটা বুঝিয়ে দিয়েছেন এই মুম্বইকর।
আরও পড়ুন: INDvsWI: আহমেদাবাদে পা রাখল Keiron Pollard-এর West Indies, কতদিনের নিভৃতবাস?
আরও পড়ুন: INDvsWI: ইডেনে থাকবে ৭৫ শতাংশ দর্শক, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজের টুইটারে সেই ভিডিও ‘রি-টুইট’ করে ধন্যবাদ জানিয়েছেন নতুন অধিনায়ক। লিখেছেন, ‘ব়্যাপটা দারুণ লেগেছে। মাঠে ফিরতে মুখিয়ে রয়েছি।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে, সমর্থকদের ভারতীয় দলের প্রতি নিরন্তর সমর্থন থেকেই অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব।’
রোহিত এই র্যাপ গানের পাশে দাঁড়ালেও, কোহলি ভক্তরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ‘আমরাও রোহিতকে পছন্দ করি। তবে গান কোহলিকে তৈরি গানের ধারেকাছেও আসবে না। ‘কোহলি হ্যায়, কোহলি কা রান বরষে’ এই র্যাপ আরও জনপ্রিয় ছিল।‘
গত কয়েক বছর রোহিত বনাম বিরাট দ্বন্দের একাধিক খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এই দুই তারকা কোনওদিন সেই খবরে সিলমোহর দেননি। বরং একে অন্যকে সম্মান জানিয়েছেন।
এ দিকে এই ইস্যু নিয়ে বিতর্কের মধ্যেই আরও একবার মাঠে নামবে ভারতীয় দল। তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এই প্রথমবার রোহিতের অধীনে খেলবেন কোহলি। সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।