জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত হোয়াইটওয়াশ করেছে। রোহিত শর্মার অনুপস্থিতিতে শিখর ধাওয়ান দলের নেতৃত্ব দিয়ে ইতিহাস লিখেছেন। এই প্রথম কোনও ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে মেরুন বাহিনীদের একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে চুনকাম করেছে। ওয়ানডে সিরিজ শেষ। এবার শুরু কুড়ি ওভারের ফরম্যাটে লড়াই। ফের ক্যাপ্টেনসির ব্যাটন রোহিতের হাতে। আজ অর্থাৎ শুক্রবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে নিকোলাস পুরানদের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে যে, অস্ত্রোপচারের পর কেএল রাহুল এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তাঁর বদলে সম্ভবত কেরলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে (Sanju Samson) বেছে নিয়েছেন নির্বাচকরা। স্যামসন ওয়ানডে সিরিজ খেলেছেন। রয়েছেন টিমের সঙ্গেই। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনের আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে।  রাহুল এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন। সম্ভবত আসন্ন জিম্বাবোয়ে সফরে তিনি দলে প্রত্যাবর্তন করতে পারেন। ওয়ানডে না খেললেও রোহিত ফিরবেন কুড়ি ওভারের ফরম্যাটে। তা আগেই জানা ছিল। অন্যদিকে বিরাট কোহলি ফের বিশ্রাম নিয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও ফরম্যাটেই খেলছেন না। ওয়ানডে-তে নেই হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থও। ওয়েস্ট ইন্ডিজে আসেননি ভারতের দুই পেস তারকা-মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা।


 


ভারতের সম্ভাব্য টি-২০ দল: রোহিত (অধিনয়াক), সূর্যকুমার যাদব,শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব (ফিটনেস ইস্যু রয়েছে), ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং।


পাঁচটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সূচি ও ভেন্যু:


প্রথম টি-২০, ২৯ জুলাই  (শুক্রবার):    ব্রায়ান লারা স্টেডিয়াম, তারৌবা, ত্রিনিদাদ
দ্বিতীয় টি-২০,  ১ অগাস্ট (সোমবার):  ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
তৃতীয় টি-২০,  ২ অগাস্ট (মঙ্গলবার):  ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
চতুর্থ টি-২০,    ৬ অগাস্ট (শনিবার):    সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা
পঞ্চম টি-২০,   ৭ অগাস্ট (রবিবার):     সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা


আরও পড়ুন: CWG 2022: কমনওয়েলথ অভিযান শুরুর আগে হরমনপ্রীতদের বার্তা সচিন-কোহলির


আরও পড়ুন: East Bengal vs Mohun Bagan: পিছিয়ে যাচ্ছে মরসুমের প্রথম মহাযুদ্ধ! কবে হবে ইস্ট-মোহন ডার্বি?


আরও পড়ুন: Thomas Tuchel: ১৩ বছরের বিবাহিত জীবন শেষ! চেলসি ম্যানেজারের হৃদয়ে আগুন জ্বালছেন ব্রাজিলিয়ান বান্ধবী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)