রোহিত থেকে সুনীল, সানিয়া থেকে সাইনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা
৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা।
নিজস্ব প্রতিবেদন: ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী থেকে রোহিত শর্মা, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ থেকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী সকলেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানালেন। শাটলার সাইনা নেহওয়াল থেকে টেনিস তারকা সানিয়া মির্জাও ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন।
রোহিত শর্মা লিখলেন "স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। দেশের জার্সি গায়ে মাঠে নামার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।"
রোহিত শর্মার মতোই আর এক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লিখলেন, " দেশের জন্য মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।"
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ লিখলেন, "স্বাধীনতা দিবস মানে হল স্বাধীনতা উপভোগ করা এবং অন্যদের উপভোগ করার সুযোগ করে দেওয়া।"
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী , শাটলার সাইনা নেহওয়াল এবং টেনিস তারকা সানিয়া মির্জাও ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন।
আরও পড়ুন - এই মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি; পাক পেসারের প্রশংসা