নিজস্ব প্রতিবেদন:  ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে রুপোজয়ী ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার রিলেতে সোনা জিতলেন হিমা দাসরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট জানিয়েছে, ২০১৮ সালের এশিয়ান গেমসে মিক্সড রিলেতে প্রথম হওয়া বাহারিন দলের অ্যাথলিট কেমি আদেকোয়া ডোপ টেস্টে ফেল করেছেন। তাই বাহরিন দলের কাছ থেকে সোনা হাতছাড়া হয়েছে। আর রুপোজয়ী ভারতীয় রিলে দলের সোনায় উত্তরণ ঘটল।



৪x৪০০  মিটার মিক্সড রিলেতে ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন হিমা দাস, আর এম পুবাম্মা, রাজীব আরোকিয়া এবং মহম্মদ আনাস।



আরও পড়ুন - ''মোটা দেখাচ্ছে না আমাকে? মানে আমি অসুস্থ!'' কেন বললেন কোহলি এমন কথা